অবসর নিচ্ছেন ধোনি, জোর জল্পনা ক্রিকেট দুনিয়ায়

লন্ডন: যুবরাজ সিং, আম্বাতি রাইডুর পর এবার কী অবসর নিচ্ছেন মহেন্দ্র সিং ধোনি৷ বিশ্বকাপের পর ক্যাপ্টেন কুল অবসরের ঘোষণা করতে পারেন বলে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর৷ সংবাদ সংস্থার খবর ঘিরে মাহিকে নিয়ে ক্রিকেট দুনিয়ায় শুরু হয়েছে জোর জল্পনা৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, বিশ্বকাপের পর ধোনির পক্ষে দেশের হয়ে খেলা চালিয়ে যাওয়ার সম্ভবনা ক্ষীণ৷ শোনা

অবসর নিচ্ছেন ধোনি, জোর জল্পনা ক্রিকেট দুনিয়ায়

লন্ডন: যুবরাজ সিং, আম্বাতি রাইডুর পর এবার কী অবসর নিচ্ছেন মহেন্দ্র সিং ধোনি৷ বিশ্বকাপের পর ক্যাপ্টেন কুল অবসরের ঘোষণা করতে পারেন বলে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর৷ সংবাদ সংস্থার খবর ঘিরে মাহিকে নিয়ে ক্রিকেট দুনিয়ায় শুরু হয়েছে জোর জল্পনা৷

সংবাদ সংস্থা সূত্রে খবর, বিশ্বকাপের পর ধোনির পক্ষে দেশের হয়ে খেলা চালিয়ে যাওয়ার সম্ভবনা ক্ষীণ৷ শোনা যাচ্ছে, বিশ্বকাপে টিম ইন্ডিয়ার শেষ ম্যাচই নাকি হতে চলেছে দেশের জার্সি গায়ে মহেন্দ্র সিং ধোনির শেষ ম্যাচ৷  গ্র্যান্ড ফেয়ারওয়েল দেওয়ার প্রস্তুতিও নাকি শুরু হয়ে গিয়েছে দলের অন্দরে৷

পাঁচ বছর আগেই টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত দিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন ধোনি৷ সীমিত ওভারের ক্রিকেটে নেতৃত্ব ছাড়ার ক্ষেত্রেও একটিও শব্দও প্রকাশ করেননি মাহি৷ ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির পরই ভারতীয় টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেয়, আরও দু’বছর ধোনির উপর আস্থা রাখা হবে৷ মাঠে মাহির উপস্থিতি ও ক্ষুরধার বুদ্ধির বিরাট কোহলিকে রেখে সাজানো হবে দল৷ সেই পরিকল্পনা বাস্তবায়িত হলেও এখন নয়া জল্পনা টিম ইন্ডিয়ার অন্দরে৷

আফগানিস্তান ম্যাচে ৫২ বলে ২৮ রান করার পর খোদ কিংবদন্তি শচীন তেন্ডুলকরও তাঁর মন্থর ব্যাটিং নিয়ে মুখ খুলেছিলেন৷ কিন্তু, পরের ম্যাচগুলিতেও ধোনির ব্যাটে আশানুরূপ উন্নতি চোখে পড়েনি৷ তাই ক্রিকেট পণ্ডিতরা বলছেন, দেড় দশকের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে দেশকে বহু সাফল্য এনে দিয়েছেন মাহি৷ কিন্তু, কেরিয়ারের শেষলগ্নে এসে ধোনিকে ধোনির মধ্যেই রাখতে চাইছেন ক্রিকেটপ্রেমিরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + one =