দলে ফিরছেন ধাওয়ান, আপাতত পরিবর্তে কে?

লন্ডন: দলের উদ্বেগ কাটিয়ে দ্রুত দলে ফিরছেন শিখর ধাওয়ান৷ বাঁ হাতের চোট কাটিয়ে উঠতে তিন সপ্তাহ নয়, ১০-১২ দিন সময় লাগবে বলে জানিয়ে দিলেন ভারতের ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার৷ আপাতত তাঁর বদলে বিজয় শঙ্করের কথা ভাবা হচ্ছে বলেও জানিয়েছেন বাঙ্গার৷ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাঁ হাতের আঙুলে চোট পাওয়া শিখর ধাওয়ান৷ পরিস্থি যা, তাতে ধাওয়ানের সুস্থ

দলে ফিরছেন ধাওয়ান, আপাতত পরিবর্তে কে?

লন্ডন: দলের উদ্বেগ কাটিয়ে দ্রুত দলে ফিরছেন শিখর ধাওয়ান৷ বাঁ হাতের চোট কাটিয়ে উঠতে তিন সপ্তাহ নয়, ১০-১২ দিন সময় লাগবে বলে জানিয়ে দিলেন ভারতের ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার৷ আপাতত তাঁর বদলে বিজয় শঙ্করের কথা ভাবা হচ্ছে বলেও জানিয়েছেন বাঙ্গার৷

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাঁ হাতের আঙুলে চোট পাওয়া শিখর ধাওয়ান৷ পরিস্থি যা, তাতে ধাওয়ানের সুস্থ হতে ১০-১২ দিন লাগবে বলে আজ জানালেন ভারতের ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার৷ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ধাওয়ানের পরিবর্তে বিজয় শঙ্করের কথা ভাবা হচ্ছে৷ ওঁর সুস্থ হতে ১০-১২ দিন লাগবে৷ তারপরই দলে ফিরবে শিখর ধাওয়ান৷’’ অন্যদিকে, ব্যাক আপ হিসেবে রিশভ পন্থকে ইংল্যান্ডে আনা হচ্ছে বলেও জানান তিনি৷ আগামীকালই দলের সঙ্গে যোগ দিতে পারেন পন্থ৷ বিশ্বকাপের দলে নাম না থাকায় শোরগোল পড়ে গিয়েছিল ক্রিকেটপ্রেমীদের মধ্যে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + seven =