‘দাদা’ই সেরা অধিনায়ক, ফের জানালেন সহবাগ

নয়াদিল্লি: ফের ‘দাদা’কেই সেরা অধিনায়ক হিসাবে মানলেন ভারতীয় দলের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সহবাগ৷ বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণার পর বীরু জানান, তিনি যাঁদের নেতৃত্বে খেলেছেন, তাঁদের মধ্যে সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়৷ তবে, ধনি কিংবা বিরাটকে ভোলেননি বীরু৷ জানান, সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর তিনি এমএস ধোনিকেই রাখতে চান৷ তারপর বিরাট কোহলি৷ ভারতীয় ক্রিকেট দলে অধিনায়কের ভূমিকা প্রসঙ্গে

‘দাদা’ই সেরা অধিনায়ক, ফের জানালেন সহবাগ

নয়াদিল্লি: ফের ‘দাদা’কেই সেরা অধিনায়ক হিসাবে মানলেন ভারতীয় দলের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সহবাগ৷ বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণার পর বীরু জানান, তিনি যাঁদের নেতৃত্বে খেলেছেন, তাঁদের মধ্যে সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়৷

তবে, ধনি কিংবা বিরাটকে ভোলেননি বীরু৷ জানান, সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর তিনি এমএস ধোনিকেই রাখতে চান৷ তারপর বিরাট কোহলি৷ ভারতীয় ক্রিকেট দলে অধিনায়কের ভূমিকা প্রসঙ্গে বলতে গিয়ে সহবাগ বলেন, ‘‘দলের কাছ থেকে সেরাটা বের করে আনতে পারাটাই সবচেয়ে বড় দক্ষতা৷ ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারির পর সৌরভ দলটা গড়েছিলেন৷ সেটাই তাঁর নেতৃত্বের গুণাবলীর প্রকৃত প্রতিফলন৷’’  জানান, ভারতীয় ক্রিকেট দলে খুব কম লোকেরই রয়েছে, যাঁরা প্রকৃত প্রতিভাবে তুলে আনতে পেরেছেন৷ সৌরভ সেরা অধিনায়কদের মধ্যে অন্যতম৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 4 =