ফের খেলার মাঠে ক্রিকেটারের মৃত্যু, শোক ময়দানে

কলকাতা: ফের খেলার মাঠে ক্রিকেটারের মৃত্যু৷ এবার ঘটনাস্থল শহর কলকাতার পাইকপাড়ার৷ খালের মাঠে অসুস্থ হয়ে মৃত হল সনু যাদব নামের ক্রিকেটারের৷ বালীগঞ্জ স্পোর্টিং ক্লাবের ক্রিকেটার ছিলেন সনু৷ বুধবার সকালে বাটা স্পোর্টস গ্রাউন্ডে দ্বিতীয় ডিভিশনের খেলোয়ার জন্য প্র্যাকটিস ম্যাচ খেলছিলেন সনু৷ ব্যাটিং করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন৷ জ্ঞানও হারিয়ে ফেলেন৷ তড়িঘড়ি সনুকে সিএবিতে নিয়ে যাওয়া হয়৷

ফের খেলার মাঠে ক্রিকেটারের মৃত্যু, শোক ময়দানে

কলকাতা: ফের খেলার মাঠে ক্রিকেটারের মৃত্যু৷ এবার ঘটনাস্থল শহর কলকাতার পাইকপাড়ার৷ খালের মাঠে অসুস্থ হয়ে মৃত হল সনু যাদব নামের ক্রিকেটারের৷ বালীগঞ্জ স্পোর্টিং ক্লাবের ক্রিকেটার ছিলেন সনু৷

বুধবার সকালে বাটা স্পোর্টস গ্রাউন্ডে দ্বিতীয় ডিভিশনের খেলোয়ার জন্য প্র্যাকটিস ম্যাচ খেলছিলেন সনু৷ ব্যাটিং করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন৷ জ্ঞানও হারিয়ে ফেলেন৷ তড়িঘড়ি সনুকে সিএবিতে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়৷ সিএবি থেকে এসএসকেএমে  নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত হয়৷ চিকিৎসকদের অনুমান হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে সনুর।

খিদিরপুর কলেজের পড়ুয়া ছিলেন সনু। তাঁর এই আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছে পরিবার থেকে বন্ধুবান্ধব সকলেই৷ আপাতত তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + thirteen =