ভারতীয় দলে বড় ধাক্কা, ওপেনার হারাল ক্যাপ্টেন কোহলি

লন্ডন: বুড়ো আঙুলের চোট গেলে আগেই ছিটকে গিয়েছিলেন শিখর ধাওয়ান৷ চলছিল সুস্থ্য হওয়ার লড়াই৷ মনে করা হয়েছিল দু’তিন সপ্তাহেই চোট কাটিয়ে উঠতে পারেন ধাওয়ান৷ নতুন করে দলে ফারও সম্ভবনাও তৈরি হয়েছিল৷ কিন্তু, চোটের গতিপ্রকৃতি সন্তোষজনক না হওয়ায় এবার শিখর ধাওয়ানকে দেশে ফেরার নির্দেশ বোর্ডের৷ ফলে, বিশ্বকাপের মঞ্চে ছেড়ে এবার তাঁকে ফিরতেই হবে দেশে৷ ফলে, চলতি

ভারতীয় দলে বড় ধাক্কা, ওপেনার হারাল ক্যাপ্টেন কোহলি

লন্ডন: বুড়ো আঙুলের চোট গেলে আগেই ছিটকে গিয়েছিলেন শিখর ধাওয়ান৷ চলছিল সুস্থ্য হওয়ার লড়াই৷ মনে করা হয়েছিল দু’তিন সপ্তাহেই চোট কাটিয়ে উঠতে পারেন ধাওয়ান৷ নতুন করে দলে ফারও সম্ভবনাও তৈরি হয়েছিল৷ কিন্তু, চোটের গতিপ্রকৃতি সন্তোষজনক না হওয়ায় এবার শিখর ধাওয়ানকে দেশে ফেরার নির্দেশ বোর্ডের৷

ফলে, বিশ্বকাপের মঞ্চে ছেড়ে এবার তাঁকে ফিরতেই হবে দেশে৷ ফলে, চলতি ক্রিকেট বিশ্বকাপে আর দেখা যাবে না শিখরের৷ বিসিসিআইয়ের পক্ষ থেকে বাঁহাতি ওপেনারকে দেশে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে শোরগোল পড়ে গিয়েছে৷

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাঁ হাতের আঙুলে চোট পাওয়া শিখর ধাওয়ান৷ পরিস্থি যা, তাতে ধাওয়ানের সুস্থ হতে কয়েক সপ্তাহ দিন লাগবে বলে জানিয়েছন ভারতের ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার৷ ধাওয়ানের অবর্তমানে ব্যাক আপ হিসেবে রিশভ পন্থকে ইংল্যান্ডে আনা হয়৷ শিখর ধাওয়ানের জায়গায় ভারতীয় দলে থেকে যাচ্ছেন ঋষভ পন্থ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + seventeen =