নয়াদিল্লি: দীর্ঘ টালবাহানার পর ডোপ কেলেঙ্কারি রুখতে অবশেষে ন্যাশনাল অ্যান্টি-ডোপিং এজেন্সি বা নাডা’র আওতাভুক্ত হচ্ছে বিসিসিআই৷ দেশের সমস্ত ক্রীড়াবিদদের মতো বিরাট কোহলিদের যখন খুশি ডোপ টেস্ট করতে পারবে নাডা৷ এতদিন বিসিসিআই বেসরকারি ল্যাব থেকে ক্রিকেটারদের ডোপ পরীক্ষা করাত৷ তাতে কেলেঙ্কারি ঢাকা পড়ে যেত খুব সহজে৷ নাডার আওতায় আসার তা এবার কিছুটা হলেও কমবে৷
শুক্রবার কেন্দ্রীয় ক্রীড়া সচিব রাধেশ্যাম ঝুলানিয়ার সঙ্গে দেখা করেন বিসিসিআইয়ের সিইও রাহুল জহুরি৷ হাজির ছিলেন নাডার ডিজি নবীন আগরওয়াল ও বিসিসিআইয়ের জিএম সাবা করিম৷ সেখানেই লিখিতভাবে বোর্ডের পক্ষ থেকে নাডা’র আওতায় আসার সিদ্ধান্ত নেওয়া হয়৷