জোড়া ধাক্কায় বেসামাল অস্ট্রেলিয়া

লন্ডন: বিশ্বকাপের সেমি ফাইনালে বৃহস্পতিবার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড৷ কিন্তু তার আগেই জোড়া ধাক্কায় বেসামাল অস্ট্রেলিয় বাহিনী৷ অধিনায়ক অ্যারন ফিঞ্চের কপালে চিন্তার ভাঁজ ফেলে চোট পেয়ে ছিটকে গেল দুই তারকা৷ উসমান খোয়াজা ও মার্কাস স্টোইনিস খেলতে পারছেন না সেমি ফাইনালে বলেই জানা গিয়েছে৷ বিকল্প হিসেবে অজি ক্রিকেট বোর্ড উড়িয়ে নিয়ে আসছে ম্যাথু ওয়েড ও

জোড়া ধাক্কায় বেসামাল অস্ট্রেলিয়া

লন্ডন: বিশ্বকাপের সেমি ফাইনালে বৃহস্পতিবার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড৷ কিন্তু তার আগেই জোড়া ধাক্কায় বেসামাল অস্ট্রেলিয় বাহিনী৷ অধিনায়ক অ্যারন ফিঞ্চের কপালে চিন্তার ভাঁজ ফেলে চোট পেয়ে ছিটকে গেল দুই তারকা৷

উসমান খোয়াজা ও মার্কাস স্টোইনিস খেলতে পারছেন না সেমি ফাইনালে বলেই জানা গিয়েছে৷ বিকল্প হিসেবে অজি ক্রিকেট বোর্ড উড়িয়ে নিয়ে আসছে ম্যাথু ওয়েড ও মিচেল মার্শকে৷

শনিবার চোট নিয়েই ব্যাট করতে নেমেছিলেন উসমান খোয়াজা৷ পরে তাঁর চোটের জায়গায় স্ক্যান করে তাঁকে সরানোর সিদ্ধান্ত নেয় অজি বোর্ড৷ ফলে গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগেই চাপে পরে গেল অস্ট্রেলিয়া৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 2 =