লন্ডন: ক্রিকেট বিশ্বকাপের পর্দা উঠতে আর মাত্র ১২ দিন বাকি। দশ দলীয় এই টুর্নামেন্টকে স্বচ্ছ্ব ও সফল করে তুলতে বদ্ধপরিকর আইসিসি। ম্যাচ ফিক্সিং থেকে শুরু করে নানা রকম দুর্নীতি ঠেকোনাই তাদের বড় চ্যালেঞ্জ। জেন্টলম্যানস গেমসের ভাবমূর্তি রক্ষায় আঁটঘাট বাঁধছে আইসিসি’র দুর্নীতি দমন শাখা।
আর সে জন্য অংশগ্রহণকারী ১০টি দলের সঙ্গে একজন করে দুর্নীতি দমন শাখার কর্তা নিযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। ইংল্যান্ডের প্রখ্যাত দৈনিক দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, ‘প্রস্তুতি ম্যাচ থেকেই প্রতিটি দলের সঙ্গে একজন করে দুর্নীতি দমন শাখার অফিসার থাকবেন। বিশ্বেকাপের আসর শেষে দেশের বিমানে ওঠার আগে পর্যন্ত দলগুলির সঙ্গে ছায়াসঙ্গীর মতো লেগে থাকবেন ওই কর্তারা।’ এতদিন প্রতিটি ভেন্যুতে একজন করে কর্মকর্তা নিযুক্ত করত আইসিসির দুর্নীতি দমন শাখা।
ফলে মাঠের বাইরে ক্রিকেটারদের গতিবিধির উপর নজর রাখা তাঁদের পক্ষে সম্ভব হত না। তাই এখন থেকে প্রতিটি দলের সঙ্গে সারাক্ষণ লেগে থাকবেন দুর্নীতি দমন শাখার একজন অফিসার। এমনকি খেলোয়াড়েরা শপিং মলে কিংবা বেড়াতে গেলেও তাঁদের অনুসরণ করবেন তিনি। আইসিসি’র পক্ষ থেকে জানানো হয়েছে, কেবলমাত্র দুর্নীতি ঠেকানোই নয়, এর দ্বারা ক্রিকেটারদের সঙ্গে সারাক্ষণ যোগাযোগ রাখাও তাদের উদ্দেশ্য। অসঙ্গতিপূর্ণ কিছু দেখলেই ক্রিকেটাররা যাতে সংশ্লিষ্ট অফিসারকে অবহিত করতে পারেন।