ক্রিকেট জীবন থেকে অবসরের ঘোষণা যুবরাজের, দাদাকে কৃতজ্ঞতা

নয়াদিল্লি: ২০১১ সালের ভারতের ক্রিকেট বিশ্বকাপ জেতার পিছনে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছিলেন যুবরাজ সিং৷ ব্যাটে, বলে দুর্দান্ত পারফর্ম করে তিনিই হয়েছিলেন সেরা খেলোয়াড়৷ এবার ২০১৯ বিশ্বকাপের মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা যুবরাজের৷ সাংবাদিক বৈঠক করে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেন যুবি৷ তবে, আজ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে বেসরকারি টি২০ লিগগুলিতে খেলতে পাবেন তিনি৷ ইতিমধ্যেই

ক্রিকেট জীবন থেকে অবসরের ঘোষণা যুবরাজের, দাদাকে কৃতজ্ঞতা

নয়াদিল্লি: ২০১১ সালের ভারতের ক্রিকেট বিশ্বকাপ জেতার পিছনে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছিলেন যুবরাজ সিং৷ ব্যাটে, বলে দুর্দান্ত পারফর্ম করে তিনিই হয়েছিলেন সেরা খেলোয়াড়৷ এবার ২০১৯ বিশ্বকাপের মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা যুবরাজের৷ সাংবাদিক বৈঠক করে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেন যুবি৷

তবে, আজ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে বেসরকারি টি২০ লিগগুলিতে খেলতে পাবেন তিনি৷ ইতিমধ্যেই কানাডার জিটি২০ লিগ ও আয়ারল্যান্ড ও হল্যান্ডে আয়োজিত ইউরো টি২০ স্ল্যামে খেলার জন্য ডাক পেয়েছেন যুবি৷ আজ আন্তর্জাতিক ও প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর ঘোষণা যুবরাজের৷

এদিন সাংবাদিক বৈঠকে যুবরাজ, দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন৷ বলেন, ‘‘আমি সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে খেলেছি৷ দাদা আমাকে দেশের হয়ে খেলার জন্য সুযোগ দিয়েছে৷ অনেক কিছু শিখেছি৷ ক্রিকেট আমাকে অনেক দিয়েছে৷ ক্রিকেট থেকে জীবনে বেঁচার লড়াই করতেও শিখেছি৷’’

একদিনের ক্রিকেট ৮ হাজারের বেশি রান রয়েছে যুবরাজের৷ ১৪টি শতরান ও ৫২টি অর্ধশতরান করেছেন তিনি৷ রানের পাশাপাশি রয়েছে একাধিক পুরস্কার পদ্মশ্রী ও অর্জুন পুরস্কার পেয়েছেন ২০১১ সালে ক্যান্সার আক্রান্ত এই ক্রিকেটারের ঝুলিতে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 5 =