নয়াদিল্লি: ভারতের বাটিং অর্ডারে চার নম্বর স্থানের জন্য সবার থেকে এগিয়ে ছিলেন এতদিন অম্বাতি রায়ডু৷ কিন্তু বিশ্বকাপ দলে তাঁর জায়গা হয়নি। নির্বাচকরা তাঁকে দলে রাখতে পারেননি তাঁর ফর্মের জন্য। না হলে এতদিন তিনিই ছিলেন ভারতের চার নম্বর। সোমবারই বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে BCCI। অম্বাতি রায়ডুর বাদ পড়া নিয়ে শুরু হয়েছে আলোচনা। ক্রিকেট মহলের অনেকেই এই সিদ্ধান্তে খুশি নন। অনেকেই বলছেন, অম্বাতি রায়ডুকে বিশ্বকাপ দল থেকে বাদ দেওয়াটা ভুল। যদিও অম্বাতি রায়ডু বিষয়টিকে স্বাভাবিকভাবেই নিয়েছেন।
টুইট করে তাঁর মন্তব্যও জানিয়েছেন৷ অম্বাতি রায়ডু টুইটে লেখেন, ‘‘থ্রি-ডি চশমা অর্ডার দিয়েছি বিশ্বকাপ দেখার জন্য।” ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এখনও পর্যন্ত একটি মাত্র হাফ সেঞ্চুরি করেছেন অম্বাতি রায়ডু। তাঁর সর্বোচ্চ রান ৫৭। চার বার ১০-এর নিচে রান করে আউট হয়ে গিয়েছেন। একবার কোনও রান না করেই আউট হয়েছেন তিনি। তিনি ছাড়াও দীনেশ কার্তিককে দলে নিয়ে ঋষভ পন্থকে বাদ দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। অম্বাতি রায়ডু এখনও পর্যন্ত দেশের হয়ে ৫৫টি একদিনের ম্যাচ খেলেছেন। মোট রান ১৬৯৪। গড় ৪৭.০৫। ৩৩ বছরের অম্বাতি রায়ডুর ঝুলিতে রয়েছে তিনটি সেঞ্চুরি ও ১০টি হাফ সেঞ্চুরি।