ফের কলঙ্কিত ইডেন, আইপিএলের ম্যাচে বিঘ্ন

কলকাতা: আলো বিভ্রাটে ফের ইডেনে আইপিএলের ম্যাচে বিঘ্ন ঘটল। রবিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং যখন ১৫.২ ওভারে চলছিল, তখন আচমকাই ‘ই’ ব্লকের বাতিস্তম্ভের আংশিক আলো নিভে যায়। প্রায় বারো মিনিট খেলা বন্ধ থাকে। কিন্তু প্রশ্ন উঠছে, কেন এমন ঘটনা ঘটল? সিএবি’র পক্ষ থেকে ইডেনের ফ্ল্যাড লাইটের দায়িত্ব যে এজেন্সিকে দেওয়া হয়েছে, তারা

ফের কলঙ্কিত ইডেন, আইপিএলের ম্যাচে বিঘ্ন

কলকাতা: আলো বিভ্রাটে ফের ইডেনে আইপিএলের ম্যাচে বিঘ্ন ঘটল। রবিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং যখন ১৫.২ ওভারে চলছিল, তখন আচমকাই ‘ই’ ব্লকের বাতিস্তম্ভের আংশিক আলো নিভে যায়। প্রায় বারো মিনিট খেলা বন্ধ থাকে।

কিন্তু প্রশ্ন উঠছে, কেন এমন ঘটনা ঘটল? সিএবি’র পক্ষ থেকে ইডেনের ফ্ল্যাড লাইটের দায়িত্ব যে এজেন্সিকে দেওয়া হয়েছে, তারা প্রেস বিজ্ঞপ্তিতে দিয়ে জানিয়েছে শর্ট সার্কিটের কারণেই এই ঘটনাটি ঘটেছে। এদিকে, সিএবি সচিব অভিষেক ডালমিয়া জানিয়েছেন, ‘প্রত্যেক বছরই আইপিএলের আগে ইডেনের ফ্ল্যাড লাইট পরীক্ষা করা হয়। এবারও করা হয়েছিল। যে এজেন্সির হাতে ইডেনের ফ্ল্যাড লাইটের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা ফিট সার্টিফিকেটও দিয়েছিল। তার পরেও এমন ঘটনা যথেষ্ট চিন্তার কারণ। পরের ম্যাচের আগে আমরা ফের ফ্ল্যাড লাইটের কোনও ত্রুটি আছে কিনা, তা খতিয়ে দেখব। যাতে ভবিষ্যতে ফের এমন ঘটনা এড়ানো যায়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *