হারের পর পাক ক্রিকেটারদের নিয়ে হুকোর আসরে টেনিস সুন্দরির পার্টি

পাকিস্তান: বিশ্বযুদ্ধে পাকিস্তান পর্যুদস্ত করে ভারত৷ ম্যাচে পারফর্মেন্সও খুবই খারপ৷ খেলা চলাকালীন উইকেট রক্ষক থেকে শুরু করে অধিনায়ক সফররাজকে হাই তুলতে দেখা যায়৷ ফলে ম্যাচ হারার পর পাকিস্তানি মিডিয়ার তোপে পড়তে হয়েছে পাক ক্রিকেট দলকে৷ এর মধ্যেই একটি ভিডিও সোশ্যাল সাইটে চলে আসায় তুমুল সমালোচনা তৈরি হয়েছে৷ ওই ভিডিওতে দেখা যাচ্ছে, সোয়েব মালিক থেকে শুরু

হারের পর পাক ক্রিকেটারদের নিয়ে হুকোর আসরে টেনিস সুন্দরির পার্টি

পাকিস্তান: বিশ্বযুদ্ধে পাকিস্তান পর্যুদস্ত করে ভারত৷ ম্যাচে  পারফর্মেন্সও খুবই খারপ৷ খেলা চলাকালীন উইকেট রক্ষক থেকে শুরু করে অধিনায়ক সফররাজকে হাই তুলতে দেখা যায়৷ ফলে ম্যাচ হারার পর পাকিস্তানি মিডিয়ার তোপে পড়তে হয়েছে পাক ক্রিকেট দলকে৷ এর মধ্যেই একটি ভিডিও সোশ্যাল সাইটে চলে আসায় তুমুল সমালোচনা তৈরি হয়েছে৷ ওই ভিডিওতে দেখা যাচ্ছে, সোয়েব মালিক থেকে শুরু করে ইমাদ ওয়াসিম সহ বেশ কয়েকজন পাক ক্রিকেটার ম্যাঞ্চেস্টারের এক হুক্কা বারে ফুর্তি করছেন৷

হুক্কা বারের আসরে ছিলেন শোয়েব মালিক ও তাঁর স্ত্রী সানিয়া মির্জা৷ শোনা যাচ্ছে, ওই পার্টি নাকি সানিয়া দিয়েছেন৷ ওই ভিডিওতে দেখা যাচ্ছে, অনেক পাক ক্রিকেটার হুক্কায় টান মেরে সাদা ধোঁয়া ওড়াচ্ছেন৷ এই ঘটনা প্রকাশ্যে আসতেই তোলপার শুরু হয় পাক সংবাদমাধ্যমে৷ অনেকেই এই ঘটনার জন্য দাযী করতে থাকেন সানিয়া মির্জাকে৷ বিতর্কে জল ঢালতে সানিয়া ট্যুইটারে লিখেছেন, ‘‘আমাদের গোপনীয়তা ভঙ্গ করে এই ধরনের ভিডিও তোলা রীতিমত অসন্মানজনক৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − thirteen =