এক নজরে IPL পুরস্কারের পূর্ণাঙ্গ তালিকা

মুম্বই: আট সপ্তাহের মহাযুদ্ধের পর অবশেষে রবিবার হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে শেষ হল আইপিএল ২০১৯। চেন্নাই সুপার কিংসকে পরাজিত করে রেকর্ড চতুর্থবার চ্যাম্পিয়ন হল মুম্বই ইন্ডিয়ান্স। এবার একনজরে দেখেনিন, এই মরসুমের আইপিএলএর সকল পুরস্কার প্রাপকদের৷ অরেঞ্জ ক্যাপ (সর্বাধিক রান) – ডেভিড ওয়ার্নার (সানরাইজার্স হায়দরাবাদ) – ১২ ম্যাচে ৬৯২ রান৷ পার্পল ক্যাপ (সর্বাধিক উইকেট) – ইমরান

এক নজরে IPL পুরস্কারের পূর্ণাঙ্গ তালিকা

মুম্বই: আট সপ্তাহের মহাযুদ্ধের পর অবশেষে রবিবার হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে শেষ হল আইপিএল ২০১৯। চেন্নাই সুপার কিংসকে পরাজিত করে রেকর্ড চতুর্থবার চ্যাম্পিয়ন হল মুম্বই ইন্ডিয়ান্স। এবার একনজরে দেখেনিন,  এই মরসুমের আইপিএলএর সকল পুরস্কার প্রাপকদের৷

অরেঞ্জ ক্যাপ (সর্বাধিক রান) – ডেভিড ওয়ার্নার (সানরাইজার্স হায়দরাবাদ) – ১২ ম্যাচে ৬৯২ রান৷ পার্পল ক্যাপ (সর্বাধিক উইকেট) – ইমরান তাহির (চেন্নাই সুপার কিংস) – ১৭ ম্যাচে ২৬ উইকেট৷ মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার – আন্দ্রে রাসেল (কলকাতা নাইট রাইডার্স) – ৫১০ রান এবং ১১ উইকেট৷ এমার্জিং প্লেয়ার অব দ্য সিজন – শুভমান গিল (কলকাতা নাইট রাইডার্স) – ১৩ ম্যাচে ২৯৬ রান৷ এফবিবি স্টাইলিশ প্লেয়ার অফ সিজন – কেএল রাহুল (কিংস ইলেভেন পাঞ্জাব) – ১৪ ম্যাচে ৫২৩ রান৷ ড্রিম ইলেভেন গেম চেঞ্জার অব দ্য সিজন – রাহুল চাহার (মুম্বই ইন্ডিয়ান্স) – ১২ ম্যাচে ১২ উইকেট৷ ভিভো পারফেক্ট ক্যাচ অব দ্য সিজন – কিয়েরন পোলার্ড (মুম্বই ইন্ডিয়ান্স) – সুরেশ রায়নার ক্যাচের জন্য৷ হটস্টার ফাস্টেস্ট ফিফটি – হার্দিক পাণ্ডিয়া (মুম্বই ইন্ডিয়ান্স) – ১৭ বলে, কেকেআর-এর বিপক্ষে৷ হ্যারিয়ার সুপার স্ট্রাইকার অব দ্য সিজন – আন্দ্রে রাসেল (কলকাতা নাইট রাইডার্স), স্ট্রাইক রেট ২০৫৷ ফেয়ার প্লে অ্যাওয়ার্ড – সানরাইজার্স হায়দরাবাদ৷ পিচ অ্যান্ড গ্রাউন্ড ট্রফি – পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন (মোহালি) এবং হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন (রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম)৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × four =