ITR ফাইল না করলে সোজা জেল! মাত্র ৫ দিন বাকী

কলকাতা: ITR ফাইল না করলে যেতে পারেন জেল৷ হাতে মাত্র ৫ দিন বাকী রয়েছে৷ আয়কর রিটার্ন ফাইল করার শেষ সময়সীমা ৩১ জুলাই ২০২৪৷ আয়কর বিভাগ সমস্ত…

কলকাতা: ITR ফাইল না করলে যেতে পারেন জেল৷ হাতে মাত্র ৫ দিন বাকী রয়েছে৷ আয়কর রিটার্ন ফাইল করার শেষ সময়সীমা ৩১ জুলাই ২০২৪৷ আয়কর বিভাগ সমস্ত করদাতাদের জন্য আইটিআর ফাইল করা বাধ্যতামূলক করেছে৷

আইকর আইন অনুসারে যদি আপনি সময়সীমার পরে আইকর ফাইল করেন তাহলে জরিমানা দিতে হবে
করের সুদ-সহ ৩১ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত আইটিআর ফাইল করা যেতে পারে৷ এই তারিখের পরে আর আইটিআর ফাইল করার সুযোগ থাকবে না৷ এর র শর্তসাপেক্ষে কিছু ব্যবস্থা নিতে পারে আয়কর বিভাগ
কোনও কোনও পরিস্থিতিতে করদাতাদের বিরুদ্ধে মামলাও করা করে থাকে আয়কর বিভাগ৷ সেই ক্ষমতা তাদের রয়েছে তাদের৷

যদি কেউ আইটিআর ফাইলিং না করেতাহলে ৬ মাস থেকে ৭ বছর পর্যন্ত জেল হতে পারে
সেই অধিকার আয়কর বিভাগের রয়েছে৷