মাসে মাত্র ১০০০ টাকা বিনিয়োগে পান ২.৩৩ কোটি রিটার্ন! SIP-তে বিনিয়োগ করলেই মালামাল

কলকাতা: মাসে মাত্র হাজার টাকা বিনিয়োগ করেই হয়ে যান কোটিপতি! হ্যাঁ, এমনই সুবর্ণ সুযোগ রয়েছে মিউচুয়াল ফান্ডের এসআইপি-তে৷ আপনি যদি মাসে হাজার টাকা বিনিয়োগ করেন,…

Heritage Food stock price fall

কলকাতা: মাসে মাত্র হাজার টাকা বিনিয়োগ করেই হয়ে যান কোটিপতি! হ্যাঁ, এমনই সুবর্ণ সুযোগ রয়েছে মিউচুয়াল ফান্ডের এসআইপি-তে৷ আপনি যদি মাসে হাজার টাকা বিনিয়োগ করেন, তাহলে এসআইপি থেকে পেতে পারেন ২.৩৩ কোটি টাকা রিটার্ন৷ দীর্ঘমেয়াদী বিনিয়োগ সবসময়ই লাভজনক হয়ে থাকে৷ ঝুঁকিও থাকে কম৷

 

ধরুন, একজন বিনিয়োগকারী প্রতি মাসে ১০০০ টাকা এসআইপি-তে বিনিয়োগ করেন। তাহলে ২০ বছরে তাঁর মোট বিনিয়োগের পরিমাণ হবে ২.৪ লক্ষ টাকা। তিনি যদি ১৫ শতাংশ হারে বার্ষিক রিটার্ন পান, তাহলে তাঁর হাতে আসবে ১৫.১৬ লক্ষ টাকা। আর যদি ২০ শতাংশ হারে বার্ষিক রিটার্ন মেলে, তাহলে টাকার অঙ্ক বেড়ে দাঁড়াবে ৩১.৬১ লক্ষ টাকা৷ আর ৩০ বছরে ২.৩৩ কোটি টাকা রিটার্ন৷

 

এসআইপি ক্যালকুলেটর অনুযায়ী, কোনও ব্যক্তি দীর্ঘ ৩০ বছর ধরে প্রতি মাসে ১০০০ টাকা বিনিয়োগ করলে তাঁর মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ৩,৬০,০০০ টাকা। এর সঙ্গে ২০ শতাংশ রিটার্ন যোগ হলে শেষ পর্যন্ত বিনিয়োগকারী হাতে পাবেন ২,৩৩,৬০,৮০২ টাকা। শুধু সুদ বাবদ পাওয়া যাবে ২,৩০,০০,৮০২ টাকা।

 

(মনে রাখবেন : এই প্রতিবেদনে উল্লেখ করা তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। আজ বিকেল ডট কম কখনও কাউকে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। শেয়ার সম্পর্কে এখানে কোনো কল বা টিপ দেওয়া হয় না।)