জানেন, মোদির বিদেশ ‘ভ্রমণে’ কত টাকার বিমান ভাড়া গুনতে হয়েছে কেন্দ্রকে?

নয়াদিল্লি: ২০১৪ সালের জুন থেকে চলতি বছর পর্যন্ত বিদেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরে চার্টার্ড বিমানের রক্ষণাবেক্ষণ ও হটলাইন সুবিধাগুলির পিছনে ২,০২১ কোটি টাকা ব্যয় করেছে কেন্দ্র৷ রাজ্যসভায় এ বিষয়ে একটি প্রশ্নের জবাবে, পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী ভিকে সিং, ২০১৪ ও ২০১৮ সালের মধ্যে প্রধানমন্ত্রীর যে দেশে সফর করেছেন, সেই দেশ থেকে এসেছে বিদেশি বিনিয়োগ৷ ২০১৪ সালে

3 stocks recomended

জানেন, মোদির বিদেশ ‘ভ্রমণে’ কত টাকার বিমান ভাড়া গুনতে হয়েছে কেন্দ্রকে?

নয়াদিল্লি: ২০১৪ সালের জুন থেকে চলতি বছর পর্যন্ত বিদেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরে চার্টার্ড বিমানের রক্ষণাবেক্ষণ ও হটলাইন সুবিধাগুলির পিছনে ২,০২১ কোটি টাকা ব্যয় করেছে কেন্দ্র৷ রাজ্যসভায় এ বিষয়ে একটি প্রশ্নের জবাবে, পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী ভিকে সিং, ২০১৪ ও ২০১৮ সালের মধ্যে প্রধানমন্ত্রীর যে দেশে সফর করেছেন, সেই দেশ থেকে এসেছে বিদেশি বিনিয়োগ৷ ২০১৪ সালে বিদেশি সরাসরি বিনিয়োগ ৩০,৯৩০.৫ মিলিয়ন ডলার থেকে ২০১৭ সালে বেড়ে হয়েছে ৪৩৪৭৮.২৭ মিলিয়ন ডলার৷ মন্ত্রী দেওয়া তথ্য অনুযায়ী, ২০০৯-১০ থেকে ২০১৩-১৪ পর্যন্ত ইউপিএ-২ এর সময় মনমোহন সিংয়ের বিদেশ সফরকালে চার্টার্ড বিমানে ১,৩৪৬ কোটি টাকা খরচ করা হয়েছিল৷ আর মেদির আমলে খরচ মাত্র ২০২১ কোটি টাকা৷ তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর বিমান রক্ষণাবেক্ষণের জন্য ১,৫৮৩.১৭ কোটি টাকা ব্যয় করা হয়েছে ও ২০১৪ সালের ১৫ জুন থেকে ২০১৮ সালের ৩ ডিসেম্বরের মধ্যে চার্টার্ড বিমানের পিছনে ৪২৯.২৫ কোটি টাকা খরচ হয়েছে৷ হটলাইনের মোট ব্যয় ছিল ৯.১১ কোটি টাকা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + six =