জানেন, দেশে প্রতিদিন আত্মঘাতী হন ৩৩ জন কৃষক!

নয়াদিল্লি: ভোটের বাজারে প্রধান ইস্যু কৃষক৷ শাসক-বিরোধী সকালেই নেমে পড়েছে কৃষকের ভোট পেতে৷ চলছে, প্রতিশ্রুতির বন্যা৷ চলছে আশ্বাস৷ কিন্তু, জানানে কি দেশে প্রতিদিন কতজন কৃষক আত্মঘাতী হন? বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য বলছে, গত তিন বছরে সারা দেশে ৩৬ হাজারেরও বেশি কৃষক আত্মহত্যা করেছেন! গড়ে বছরে ১২ হাজার, মাসে ১ হাজার! ভারতে এখন প্রতিদিন গড়ে ৩৩

3 stocks recomended

জানেন, দেশে প্রতিদিন আত্মঘাতী হন ৩৩ জন কৃষক!

নয়াদিল্লি: ভোটের বাজারে প্রধান ইস্যু কৃষক৷ শাসক-বিরোধী সকালেই নেমে পড়েছে কৃষকের ভোট পেতে৷ চলছে, প্রতিশ্রুতির বন্যা৷ চলছে আশ্বাস৷ কিন্তু, জানানে কি দেশে প্রতিদিন কতজন কৃষক আত্মঘাতী হন?

বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য বলছে, গত তিন বছরে সারা দেশে ৩৬ হাজারেরও বেশি কৃষক আত্মহত্যা করেছেন! গড়ে বছরে ১২ হাজার, মাসে ১ হাজার! ভারতে এখন প্রতিদিন গড়ে ৩৩ জন করে কৃষক আত্মহত্যা করছেন! তথ্য বলছে, নরেন্দ্র মোদীর ‘আচ্ছে দিনে’র জমানায় কৃষকের আত্মহত্যার ঘটনা ৪০শতাংশ বেড়ে গিয়েছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে, এই ভয়াল ছবি আড়াল করতে মোদী সরকার ২০১৫ সালের পর থেকে ন্যাশনাল ক্রাইম রেকর্ডে ‌কৃষক আত্মহত্যার তথ্য প্রকাশই বন্ধ করে দিয়েছে! তাতে অবশ্য কৃষকের আত্মহত্যার মিছিল থেমে নেই।

বিজেপি শাসিত মহারাষ্ট্রের খরাপ্রবণ মারাঠাওয়াড়া অঞ্চলের ৮টি জেলায় গত বছর আত্মঘাতী হয়েছেন ৯০৯জন কৃষক! মারাঠাওয়াড়ার ডিভিসনাল পুলিশ কমিশনারের অফিসের হিসাব, ২০১৭সালেও সেখানে আত্মহত্যা করেছেন ৯৯১জন কৃষক! এসব তো শুধু সরকারি তথ্য। আসল সংখ্যা আরও বেশি। সূত্রের খবর, পশ্চিমবঙ্গে সাড়ে সাত বছরে চাষে লোকসান অথবা কৃষিঋণের জালে ফেঁসে বর্ধমান সহ বিভিন্ন জেলায় ১৯৭জন কৃষক এবং খেতমজুর আত্মহত্যা করলেও, একটি ঘটনাকেও স্বীকার করেনি সরকার। নয়া উদার অর্থনৈতিক নীতি চালুর পর গত ২২বছরে ৩লক্ষ ৩০হাজারেরও বেশি কৃষকের আত্মহত্যাই বুঝিয়ে দেয় এদেশের কৃষি সঙ্কটের ভয়াবহতা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + fifteen =