কম সময়ে বেশি রিটার্ন পেতে চান? এই ফান্ডে করতে পারেন বিনিয়োগ

কম সময়ে বেশি রিটার্ন পেতে চান? এই ফান্ডে করতে পারেন বিনিয়োগ

3 stocks recomended

নয়াদিল্লি: ব্যাঙ্কের সুদ কমে যাওয়ায় মধ্যবিত্তের কপালে হাত পড়েছে৷ কোথায় বিনিয়োগ করলে বেশি টাকা ফেরত পাওয়া যাবে, তা নিয়ে চিন্তিত সকলে৷ এখন সন্তানের আর্থিক সুরক্ষার কথা মাথায় রেখে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা যেতে পারে। সেক্ষেত্রে কোথায় টাকা রাখলে ভালো হতে পারে, সেটা দেখে নেওয়া যাক৷
 

এসবিআই ম্যাগনাম চিলড্রেনস প্ল্যান ফান্ড
বাজারের ওঠানামা অনায়ী, ৪ স্টার রেটিং থাকায় এই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ অনেকটাই সুরক্ষিত। ফান্ডের আগের তথ্য অনুযায়ী, এক বছরে এই ফান্ড থেকে ২৫.৫ শতাংশ রিটার্ন পাওয়া গিয়েছে। গত ৬ মাসে এই ফান্ডে রিটার্নের সংখ্যাটা ছিল ১২.৫ শতাংশ। 

এইচডিএফসি চিলড্রেনস গিফট ফান্ড
এই ফান্ডকে ৪ স্টার রেটিং দেওয়া হয়েছে ভ্যালু রিসার্চ অনুয়ায়ী।
এই ফান্ড থেকে গত এক বছরে বিনিয়োগকারীরা ৪৩.৫ শতাংশ রিটার্ন পেয়েছেন।
এইচডিএফসি চিলড্রেনস গিফট ফান্ড আমানতকারীদের মাত্র ৬ মাসে ১৮.২৩ শতাংশ রিটার্ন দিয়েছে।

 

অ্যাক্সিস চিলড্রেনস গিফট ফান্ড
এই ফান্ডকে ভ্যালু রিসার্চ অনুযায়ী, ৩ স্টার রেটিং দেওয়া হয়েছে। এই ফান্ড থেকে এক বছরে বিনিয়োগকারীরা ৩৬.৩ শতাংশ রিটার্ন পেয়েছেন। ৬ মাসে বিনিয়োগকারী পেয়েছেন ১৩.৩ শতাংশ। এই ফান্ডের ৬৫ শতাংশ ইকুইটিতে বিনিয়োগ করা হয়েছে। এছাড়া ফিন্যান্স সেক্টর, অটোমোবাইল, সার্ভিস সেক্টর, টেকনোলজি এবং কেমিক্যাল সেক্টরে বিনিয়োগ রয়েছে এই ফান্ডের।
ইউটিআই সিসিএফ ইনভেসমেন্ট প্ল্যান
এই ফান্ড থেকে গত এক বছরে বিনিয়োগকারীরা ২৩.২৭ শতাংশ রিটার্ন পেয়েছেন। ৬ মাসের স্কিমে এই ফান্ড থেকে আমানতকারীরা ৮.২২ শতাংশ রিটার্ন পেয়েছেন। এই ফান্ড ইনফোসিস, এইচডিএফসি, আইসিআইসিআই-তেও বিনিয়োগ করে। এই ফান্ডের বেশিরভাগ বিনিয়োগ ফিন্যান্স সেক্টর, সার্ভিস সেক্টর, টেকনোলজি, অটোমোবাইল, এফএমসিজিতে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 3 =