Aajbikel

৫০-এ নিরাপদ চাকরি ছেড়ে ব্যবসার ঝুঁকি! ভারতের সবচেয়ে ধনী মহিলা Nykaa-র কর্ণধার ফাল্গুনী

 | 
নায়কা

নয়াদিল্লি: বয়স তখন ৫০ ছুঁই ছুঁই৷ ঝুলিতে নিরাপদ চাকরি৷ কিন্তু সব ছেড়ে নিলেন বড় ঝুঁকি৷ আর সেটাই হয়ে দাঁড়াল তাঁর জীবনের টার্নিং পয়েন্ট৷ ই-কমার্সের দুনিয়ায় সাড়া ফেলে দিল Nykaa৷ এই মুহূর্তে দেশের সবচেয়ে ধনী মহিলা শিল্পপতি হলেন Nykaa-র প্রতিষ্ঠাতা ফাল্গুনী নায়ার৷ 

আরও পড়ুন- শহিদ মঞ্চ থেকে ‘শুভেন্দু হঠাও’ আওয়াজ তুললেন কুণাল


নামজাদা ভারতীয় ইনভেস্টমেন্ট ব্যাঙ্কের শীর্ষ পদে আরামের চাকরি ছেড়ে জীবনে ঝুঁকি নেওয়ার সাহস দেখান ফাল্গুনী৷ আর তাতে তিনি অত্যন্ত সফল৷ শেয়ার বাজারে বাজিমাত করেছে প্রসাধনী ই-কমার্স সংস্থা Nykaa৷ বুধবার বাজার খোলার পর দেখা গেল ১ লক্ষ কোটি টাকারও বেশি বাজার মূলধন সংগ্রহ করে ফেলেছে এই প্রতিষ্ঠান। শুধু তাই নয়, Nykaa-র শেয়ার প্রায় 80 শতাংশ প্রিমিয়াম সহ ২,০১৮ টাকায় লিস্টেড হয়েছে। রিপোর্ট বলছে, Nykaa-র মার্কেট ক্যাপ ইতিমধ্যেই ব্রিটানিয়া, গোদরেজ এবং ইন্ডিগো-রর বড় বড় সংস্থার সমান হয়ে গিয়েছে। কয়েক বছর আগেই শুরু হওয়া কোনও সংস্থার কাছে যা অকল্পনীয়। 

ফাগ্লুনি


নতুন দিশায় ভাবতে পেরেছিলেন ফাল্গুনী৷ তাই তো প্রতিযোগিতার বাজারেও তিনি অনন্য৷ ফাল্গুনী দেখলেন বাজারে অনেক ই-কমার্স সংস্থা রয়েছে৷ কিন্তু শুধুমাত্র মহিলাদের প্রসাধনী নিয়ে পৃথক ভাবে চিন্তা ভাবনা করে না কেউ৷  এখনও ভালো ব্র্যান্ডের প্রসাধনী কেনার জন্য পাড়ার দোকানই ভরসা৷ কিন্তু সেখানে আবার সীমিত বিকল্প৷ এই শূন্য স্থান পূরণের লক্ষ্যেই এগোতে শুরু করেন তিনি৷ 


উল্লেখ্য বিষয় হল, Nykaa-র অধিকাংশ কর্মচারীই হলেন মহিলা৷ ফাল্গুনীর মোট সম্পত্তির পরিমাণ ৪৮ হাজার কোটি টাকারও বেশি৷ ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে,  ফাল্গুনীই ভারতের সবচেয়ে ধনী মহিলা বিলিয়নেয়ার৷ 

Around The Web

Trending News

You May like