এবার অ্যাপের মাধ্যমে বুক করা যাবে হলুদ ট্যাক্সি

কলকাতা: অস্তিত্ব সঙ্কটে কলকাতার হলুদ ট্যাক্সি। ঐতিহ্য রক্ষায় আসরে ট্যাক্সি ইউনিয়ন৷ ওলা ও উবেরের মতো এবার সাধারণ হলুদ ট্যাক্সিতেও এবার থেকে অ্যাপ নির্ভর পরিষেবা পাওয়া যাবে৷ যাত্রী হয়রানি ঠেকাতে এই নয়া পরিকল্পনার কথা ঘোষণা বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের৷ নয়া পরিষেবা চালুর লক্ষ্যে ইতিমধ্যেই বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের তরফে পরিবহণমন্ত্রীকে চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে৷ এই পরিষেবা চালু

3 stocks recomended

এবার অ্যাপের মাধ্যমে বুক করা যাবে হলুদ ট্যাক্সি

কলকাতা: অস্তিত্ব সঙ্কটে কলকাতার হলুদ ট্যাক্সি। ঐতিহ্য রক্ষায় আসরে ট্যাক্সি ইউনিয়ন৷ ওলা ও উবেরের মতো এবার সাধারণ হলুদ ট্যাক্সিতেও এবার থেকে অ্যাপ নির্ভর পরিষেবা পাওয়া যাবে৷ যাত্রী হয়রানি ঠেকাতে এই নয়া পরিকল্পনার কথা ঘোষণা বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের৷ নয়া পরিষেবা চালুর লক্ষ্যে ইতিমধ্যেই বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের তরফে পরিবহণমন্ত্রীকে চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে৷  এই পরিষেবা চালু হলে ট্যাক্সির মিটারে কারচুপি সংক্রান্ত অভিযোগ অনেক কমবে বলে মনে করা হচ্ছে৷

অন্যদিকে হলুদ ট্যাক্সির ঐতিহ্য বাঁচাতে ইতিমধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে ট্যুর অপারেটরা৷ তাদের প্রস্তাব, কলকাতা ভ্রমণে কাজে লাগানো হোক হলুদ ট্যাক্সি৷ রাজ্যের ভাবনাকে স্বাগত জানালেন পর্যটন ব্যবসায়ীরাও৷ হলুদ রঙের অ্যাম্বাস্যাডর৷ চলতি ভাষায় হলুদ ট্যাক্সি৷ শহর কলকাতার এক সময়ের লাইফ লাইন, এখন অতীত নস্ট্যালজিয়া৷ রাস্তায় তার দেখা মেলে কখনও সখনও৷

অ্যাপ ক্যাবের স্বাচ্ছন্দ্যে ক্রমশ অভ্যস্থ হচ্ছে নাগরিক কলকাতা। তালা পড়েছে অ্যাম্বাস্যাডরের আতুঁড়ঘরেও৷ তাছাড়া, ১৫ বছরের বেশি পুরোন ট্যাক্সি রাস্তায় নামানোও বেআইনি। ফলে হারিয়ে যাচ্ছে কলকাতার ট্রেড মার্ক পেট মোটা হলুদ ট্যাক্সি। এবার সেই গাড়িতেই পর্যটকদের কলকাতা ঘোরানোর কথা ভাবছে রাজ্য সরকার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 18 =