চরমে মন্দা! কর আদায়ে বিপুল ঘাটতির মুখে কেন্দ্র, তুঙ্গে আশঙ্কা

নয়াদিল্লি: কর বাবদ রাজস্ব আদায় লক্ষ্য কোটি টাকা কমতে পারে৷ কেন্দ্রীয় সরকার নিজেই এই আশঙ্কা প্রকাশ করেছে৷ কেন্দ্রীয় তথ্য কমিশনকে দেওয়া অর্থনীতি মূল্যায়নের এই অভ্যন্তরীণ রিপোর্ট সংবাদমাধ্যমে প্রকাশ হয়ে গিয়েছে৷ চলতি অর্থবর্ষে ২৪.৬ লক্ষ কোটি টাকা কর বাবদ কোষাগারে তোলার লক্ষ্যমাত্রা ঘোষণা করেছিল কেন্দ্র৷ পঞ্চদশ অর্থ কমিশনের পাঠানো রিপোর্টে জানিয়েছে, কর বাবদ আয় কমবে প্রায়

নয়াদিল্লি: কর বাবদ রাজস্ব আদায় লক্ষ্য কোটি টাকা কমতে পারে৷ কেন্দ্রীয় সরকার নিজেই এই আশঙ্কা প্রকাশ করেছে৷ কেন্দ্রীয় তথ্য কমিশনকে দেওয়া অর্থনীতি মূল্যায়নের এই অভ্যন্তরীণ রিপোর্ট সংবাদমাধ্যমে প্রকাশ হয়ে গিয়েছে৷

চলতি অর্থবর্ষে ২৪.৬ লক্ষ কোটি টাকা কর বাবদ কোষাগারে তোলার লক্ষ্যমাত্রা ঘোষণা করেছিল কেন্দ্র৷ পঞ্চদশ অর্থ কমিশনের পাঠানো রিপোর্টে জানিয়েছে, কর বাবদ আয় কমবে প্রায় ২ লক্ষ কোটি টাকা৷ গত অর্থবর্ষেও কর বাবদ আদায় প্রায় সমান পরিমাণে কমেছিল৷

২০১৮ থেকে ২০১৯ অর্থবর্ষে পর বাবদ কোষাগারে ২০.৮ লক্ষ কোটি টাকা জমা পড়েছিল৷ গত অর্থবছরে বাজেটের লক্ষ মাত্রা ছিল ২২.৭ লক্ষ কোটি টাকা৷ অর্থাৎ গত বছর কর আদায়ে ঘাটতি ছিল প্রায় দুই লক্ষ কোটি টাকা৷ পরপর দুই অর্থ বছরে কর আদায়ে এই বিপুল ঘাটতি চরমে মন্দার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 1 =