নয়াদিল্লি: ভারতে মিউচুয়াল ফান্ডে নারীদের বিনিয়োগ গত পাঁচ বছরে ব্যাপক বৃদ্ধি পেয়েছে। অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়া (এমএফআই) এবং ক্রিসিল-এর এক সমীক্ষায় জানানো হয়েছে, বর্তমানে মিউচুয়াল ফান্ডে মোট ব্যক্তিগত বিনিয়োগের প্রায় এক তৃতীয়াংশই নারীদের দখলে। তবে ইউনিক ইনভেস্টর হিসেবে তাদের অংশগ্রহণ এখনও ২৪ শতাংশ। (Women Mutual Fund Investment)
নারীদের অংশগ্রহণ পুরুষদের চেয়ে বেশি Women Mutual Fund Investment
এই সমীক্ষায় উল্লেখ করা হয়েছে, এএউএম (অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট)-এর ভিত্তিতে নারীদের অংশগ্রহণ পুরুষদের চেয়ে অনেক বেশি। অর্থাৎ, নারীরা পুরুষদের তুলনায় বেশি পরিমাণ অর্থ বিনিয়োগ করছেন মিউচুয়াল ফান্ডে।
নারীদের মিউচুয়াল ফান্ড গ্রহণের প্রবণতা গত পাঁচ বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মার্চ ২০১৯ থেকে মার্চ ২০২৪ এর মধ্যে নারীদের এএউএম দ্বিগুণেরও বেশি বেড়ে ৪.৫৯ ট্রিলিয়ন টাকা থেকে ১১.২৫ ট্রিলিয়ন টাকা-এ পৌঁছেছে। এই প্রবৃদ্ধির পেছনে শিল্পের বিভিন্ন উদ্যোগ এবং সচেতনতা বাড়ানোর কর্মসূচির ভূমিকা বড়।
নারীদের এএউএম-এর অংশ ৩৩ শতাংশেরও বেশি
সমীক্ষায় আরও বলা হয়েছে, ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে, নারীদের এএউএম-এর অংশ ৩৩ শতাংশেরও বেশি। এর মধ্যে পশ্চিমবঙ্গও রয়েছে, যেখানে নারীরা মিউচুয়াল ফান্ডে তাদের বিনিয়োগ বাড়িয়ে দিয়েছে।
এছাড়া, শীর্ষ ৩০টি শহর (T30)-এর নারীরা মোট নারীদের এএউএম-এর প্রায় ৭৪.৮ শতাংশ দখল করে রেখেছে। তবে, গ্রামীণ এলাকাগুলিতে (B30) নারীদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে, যা মিউচুয়াল ফান্ডের গ্রহণযোগ্যতা বাড়ানোর প্রমাণ।
নারীদের দীর্ঘমেয়াদী বিনিয়োগের প্রবণতা Women Mutual Fund Investment
বিশেষ করে B30 শহরের ৩৫ বছরের নিচে নারীদের বিনিয়োগের অংশ T30-এর তুলনায় অনেক বেশি। B30-এর নারীরা এএউএম-এর ১৫.১ শতাংশ দখল করেছেন, যা T30-এর ৯.৪ শতাংশের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
মিউচুয়াল ফান্ডে নারীদের দীর্ঘমেয়াদী বিনিয়োগের প্রবণতা বাড়ছে। ৫ বছরের বেশি সময় ধরে বিনিয়োগ করা নারীদের এএউএম ২০১৯ সালের ৮.৮ শতাংশ থেকে ২০২৪ সালে বেড়ে ২১.৩ শতাংশে পৌঁছেছে। পুরুষদের ক্ষেত্রে এই হার ২০১৯ সালের ৮.২ শতাংশ থেকে বেড়ে ১৯.৯ শতাংশ হয়েছে।
এই সমীক্ষাটি স্পষ্টভাবে জানাচ্ছে যে, নারীরা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে আরও সচেতন ও সক্রিয় হচ্ছেন, বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে। ছোট শহর এবং গ্রামীণ অঞ্চলে নারীদের অংশগ্রহণের হার বাড়ানোর ফলে দেশের অর্থনীতির বিকাশে এটি একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি।
Business: Women’s mutual fund investment in India doubles to ₹11.25 trillion (2019-2024). Studies show rising AUM share, increased urban & rural participation, and industry-led initiatives for awareness. Learn about this trend’s significance and future dynamics.
