ব্যাঙ্কে TDS ছাড়ে আদৌ লাভ হবে সাধারণের?

কলকাতা: পাঁচ লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয়ের উপর সম্পূর্ণ কর ছাড়ের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পীযূষ গোয়েল৷ যাঁরা পাঁচ লক্ষ টাকার বেশি আয় করেন, তাঁরাও ওই ঘোষণায় উল্লসিত হয়েছিলেন৷ প্রাথমিকভাবে মনে হয়েছিল, বার্ষিক পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আয়ের সুবিধা তাঁরাও পাবেন৷ কর দিতে হবে তার উপরের অঙ্কে৷ কিন্তু ভুল ভাঙে পরে৷ অর্থমন্ত্রীর বাজেট ভাষণের

imagesmissing

ব্যাঙ্কে TDS ছাড়ে আদৌ লাভ হবে সাধারণের?

কলকাতা: পাঁচ লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয়ের উপর সম্পূর্ণ কর ছাড়ের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পীযূষ গোয়েল৷ যাঁরা পাঁচ লক্ষ টাকার বেশি আয় করেন, তাঁরাও ওই ঘোষণায় উল্লসিত হয়েছিলেন৷ প্রাথমিকভাবে মনে হয়েছিল, বার্ষিক পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আয়ের সুবিধা তাঁরাও পাবেন৷ কর দিতে হবে তার উপরের অঙ্কে৷ কিন্তু ভুল ভাঙে পরে৷

অর্থমন্ত্রীর বাজেট ভাষণের ওই ‘গুগলি’ তখন হজম করতে কষ্ট হয়েছে অনেকেরই৷ শুক্রবারের বাজেট প্রস্তাবে ব্যাঙ্কে জমার উপর টিডিএসের ঊর্ধ্বসীমাও ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪০ হাজার টাকা করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী৷ কিন্তু তা নিয়েও ধাঁধা তৈরি হয়েছে অনেকের মধ্যে৷ অনেকেই ধারণা করেছেন, ৪০ হাজার টাকা পর্যন্ত সুদে হয়তো কর দিতে হবে না৷ কিন্তু তা যে আদৌ নয়, তা জানিয়েছেন বিশেষজ্ঞরা৷ তাঁরা বলছেন, কর দেওয়ার সঙ্গে এর কোনও সম্পর্ক নেই৷ সুদের উপর কর আগেও যেমন ছিল, এখনও তাই-ই আছে৷ শুধু ব্যাঙ্কের তরফে টিডিএস কাটার বিষয়ে শিথিলতা আনা হয়েছে মাত্র৷ এতে কোনও আর্থিক সুরাহার প্রশ্ন নেই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *