আয়কর ছাড়ের কি বাড়তি সুবিধা দেবে কেন্দ্র? কী বলথছে বাজেট ইঙ্গিত?

কলকাতা: মোদি সরকারের দ্বিতীয় দফার প্রথম বাজেট অধিবেশনে আয়কর ছাড়ের বড় ছাড় ঘোষণা হবে৷ সেই আশায় বুক বেঁধেছেন মধ্যবিত্তের একাংশের৷ আগামী ৫ জুলাই সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ তিনি কি বদলাবেন আয়করের কাঠামো? দেবেন ছাড়? তবে আয়করের কাঠামো যাই-ই হোক না কেন, আয়কর আইন আরও সরল হোক, চানছেন মধ্যবিত্তের একাংশের৷ মোদি সরকার

3 stocks recomended

আয়কর ছাড়ের কি বাড়তি সুবিধা দেবে কেন্দ্র? কী বলথছে বাজেট ইঙ্গিত?

কলকাতা: মোদি সরকারের দ্বিতীয় দফার প্রথম বাজেট অধিবেশনে আয়কর ছাড়ের বড় ছাড় ঘোষণা হবে৷ সেই  আশায় বুক বেঁধেছেন মধ্যবিত্তের একাংশের৷ আগামী ৫ জুলাই সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ তিনি কি বদলাবেন আয়করের কাঠামো? দেবেন ছাড়? তবে আয়করের কাঠামো যাই-ই হোক না কেন, আয়কর আইন আরও সরল হোক, চানছেন মধ্যবিত্তের একাংশের৷

মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকে আয়কর কাঠামোয় তেমন একটা ফারাক হয়নি৷ আড়াই লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কর না থাকার নিয়ম চালু ২০০৪ সাল থেকেই৷ আয়করের হারেও বড় কোনও রদবদল হয়নি৷ পরিসংখ্যান বলছে, মাঝে একবার সর্বনিম্ন করের হার ১০ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়৷ পাঁচ লক্ষ টাকার উপর আয় হলে ২০ শতাংশ কর দেওয়ার নিয়মেও হেরফের হয়নি৷ এবার আজকরের কাঠামোয় কিছুটা বদল চাইছেন জনতা৷ এই মুহূর্তে নির্দিষ্ট কয়েকটি খাতে দেড় লক্ষ টাকা পর্যন্ত টাকা জমালে আয়করে ছাড় মেলে৷ সাধারণ মানুষ যে টাকা জমা রাখেন, তা দেশের পরিকাঠামো গড়তে খরচ করে সরকার৷ সঞ্চয়ে উৎসাহী করতে সেই অঙ্ক বার্ষিক দু’লক্ষ টাকা হোক, আশায় আছেন করদাতাদের৷ গৃহঋণের উপর সুদে দু’লাখ টাকা আয়করে ছাড় আছে পাঁচ বছরের উপর৷ সেই অঙ্ক আরও ৫০ হাজার টাকা বাড়ানো হোক, দাবি করদাতাদের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 2 =