নয়াদিল্লি: খুচরোর পর মাথাচাড়া দিল পাইকারি মূল্যবৃদ্ধিও। খাদ্য ও জ্বালানির মূল্যবৃদ্ধির জেরে মার্চে পাইকারি মুদ্রাস্ফীতির হার (ডব্লুপিআই) বেড়ে হয়েছে ৩.১৮ শতাংশ। যা তিন মাসে সর্বোচ্চ।
সোমবার এক রিপোর্ট প্রকাশ করে এ খবর জানিয়েছে কেন্দ্রীয় সরকার। গত ফেব্রুয়ারি ও জানুয়ারিতে এই হার ছিল যথাক্রমে ২.৯৩ এবং ২.৭৬ শতাংশ। অন্যদিকে, গত বছরের মার্চে পাইকারি মুদ্রাস্ফীতি ছিল ২.৭৪ শতাংশ। কাঁচা সবজির দামবৃদ্ধির ফলে মার্চে খাদ্যপণ্যের মুদ্রাস্ফীতির হার বেড়ে হয়েছে ৫.৬৮ শতাংশ। যেখানে গত ফেব্রুয়ারিতে তা ছিল ৪.২৮ শতাংশ। সেকারণেই বেড়েছে পাইকারি মুদ্রাস্ফীতির হার।