রতন টাটার বাসভবন হারিয়ে দেবে অ্যান্টেলিয়াকে! কেন জানেন?

কলকাতা: অ্যান্টিলিয়াকে কি টেক্কা দিতে পারে রতন টাটার বাড়ি? আম্বানিরা যেখানে এত জাকজমক পছন্দ করেন সেখানে এত বড় শিল্পপতি হয়েও মারাত্মক সরল জীবনযাপন করেন রতন…

কলকাতা: অ্যান্টিলিয়াকে কি টেক্কা দিতে পারে রতন টাটার বাড়ি? আম্বানিরা যেখানে এত জাকজমক পছন্দ করেন সেখানে এত বড় শিল্পপতি হয়েও মারাত্মক সরল জীবনযাপন করেন রতন টাটা৷ তার এই সিম্পলিসিটিতে মুগ্ধ ভারতবাসী সহ গোটা বিশ্ব৷ সেই রতন টাটা কোথায় থাকেন? কেমন তাঁর বাসভবন? আদৌ কি তাতে এত চাকচিক্য রয়েছে নাকি অ্যান্টেলিয়ার মতো৷ টাটার বাসভবনে ভিতরে অমূল্য এক জিনিস৷

প্রায় তিন দশক ধরে টাটা গ্রুপের নেতৃত্ব দেওয়া রতন টাটা মুম্বইতে থাকেন। তাঁর ব্যক্তিগত বাড়িটি অবস্থিত মুম্বাইয়ের কোলাবা এলাকায়। এই একই জায়গা দেশের অন্যতম বিলাসবহুল হোটেল তাজ প্যালেস অবস্থিত। রতন টাটার বাড়ির নাম “বখতাওয়ার”। এর অর্থ “সৌভাগ্যের আনয়নকারী”। তাঁর বাড়িটি একটি Sea Facing প্রোপার্টি। যেটি কোলাবা পোস্ট অফিসের ঠিক বিপরীতে রয়েছে। এটি মাত্র ১৩,৩৫০ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত। এই বাংলোতে মাত্র ৩ টি তলা রয়েছে এবং সেখানে ১০ থেকে ১৫ টি গাড়ির জন্য পার্কিং স্পেস রয়েছে।

টাটা সন্সের দায়িত্ব থেকে মুক্ত হয়ে রতন টাটা এটিকে তাঁর অবসরের বাড়ি বানিয়েছেন। এই বাড়িটি গঠনশৈলী অনুসারে খুব সাধারণ এবং এটির ডিজাইনও মিনিমালিস্টিক। কোনও বিশেষ জাঁকজমক নেই৷ এই বাড়িটিতে সম্পূর্ণ সাদা রং করা হয়েছে। তবে গোটা বাড়িতেই সূর্যের আলো ঢোকা জরুরী৷ তাই এই বাড়িতে পর্যাপ্ত সূর্যালোক নিশ্চিত করতে বড় জানালার স্প্যান ব্যবহার করা হয়েছে। লিভিং রুম থেকে শুরু করে ঘরের বেডরুম পর্যন্ত এগুলি দেখতে পাওয়া যায়। তবে এই বাড়িতেই রয়েছে অমূল্য এক জিনিস৷ আর সেটা হল টাটার পুজোর ঘরে ভগবান শ্রীকৃষ্ণের একটি মূর্তি৷

রতন টাটার এই বাড়ির সবথেকে আশ্চর্যজনক বৈশিষ্ট্য হল বাড়িতে প্রবেশের সাথে সাথেই দেখতে পাওয়া সিঁড়িগুলি। যেগুলি রীতিমতো ফিল্ম সেটের মতো দেখতে। এই সিঁড়িগুলি দিয়ে ওপরে উঠলেই আপনি একটি আরামদায়ক লিভিং রুম দেখতে পাবেন। কথিত আছে, “আরামের চেয়ে আর কোনও লাক্সারি কিছু হয়না।” এই বাড়িটিও ঠিক এইভাবে তৈরি করা হয়েছে। তবে আসবাবপত্রে বিশেষ কোনও চাকচিক্য নেই রতন টাটার বাড়িতে। অত্যন্ত সাধারণভাবেই বসবাস করতে ভালবাসেন তিনি।