কলকাতা: অবশেষে বর্ষা এল রাজ্যে৷ উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার কিছু অংশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করে গিয়েছে৷ কিন্ত বর্ষার মতিগতি নিয়ে খুব একটা সন্তুষ্ট নন হাওয়া অফিস৷
মৌসুমি বায়ু উত্তরবঙ্গের কিছু অংশে ঢুকলেও তা খুব একটা সক্রিয় হয়নি৷ দক্ষিণবঙ্গে বর্ষার গতিপ্রকৃতি নিয়ে এখনও আবহাওয়াবিদরা খুব একটা আশার কথা শোনাতে না পারলেও মনে করা হচ্ছে, আগামী ১৯ থেকে ২৩ জুনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা আসার সম্ভাবনা রয়েছে৷ দক্ষিণবঙ্গে বর্ষার প্রথম ধাক্কায় কতটা বৃষ্টি মিলবে তা নিয়ে রয়েছেও উদ্বেগ৷ তবে, সবকিছুই নির্ভর করছে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের উপর৷ আগামী কয়েকদিনের মধ্যে তার গতিপ্রকৃতি বোঝা যাবে৷