অবশেষে বর্ষা ঢুকল দেশে, বাংলায় কবে?

নয়াদিল্লি: অবশেষে আজ বর্ষা ঢুকছে দেশে৷ বর্ষা প্রথমে কেরলে পা রাখবে৷ আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, কেরলের বর্ষ ঢোকার কারণ ৪টি জেলায় লাল সতর্কতা জারি হয়েছে৷ এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বভাস রয়েছে৷ জানা গিয়েছে, আজ ১০ জুলাই ত্রিচুর, ১১ জুলাই এর্নাকুলামে এই সতর্কতা জারি থাকবে৷ কমলা সতর্কতা জারি হয়েছে ৮টি জেলায়৷ আজ

imagesmissing

অবশেষে বর্ষা ঢুকল দেশে, বাংলায় কবে?

নয়াদিল্লি: অবশেষে আজ বর্ষা ঢুকছে দেশে৷ বর্ষা প্রথমে কেরলে পা রাখবে৷ আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, কেরলের বর্ষ ঢোকার কারণ ৪টি জেলায় লাল সতর্কতা জারি হয়েছে৷ এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বভাস রয়েছে৷

জানা গিয়েছে, আজ ১০ জুলাই ত্রিচুর, ১১ জুলাই এর্নাকুলামে এই সতর্কতা জারি থাকবে৷ কমলা সতর্কতা জারি হয়েছে ৮টি জেলায়৷ আজ থেকে আগামী মঙ্গলবার, টানা চার দিন এই জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস৷ ঝড়ের পূর্বাভাস রয়েছে আরব সাগরের দক্ষিণ পশ্চিমে সোমালিয়া উপকূলে৷ প্রভাব পড়বে লাক্ষাদ্বীপ, মালদ্বীপেও৷ আর সেই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে৷ হাওয়া অফিস জানিছে, উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামি ৪৮ ঘণ্টায় বর্ষার অনুকূল আবহাওয়া তৈরি হয়েছে৷ কেরল ছাড়িয়ে বর্ষা উত্তরে ঢুকতে আরও সাতদিন লাগবে৷ ফলে, আগামী সপ্তাহের শেষে বাংলায় পা রাখতে পারে বর্ষা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *