কত টাকা থাকলে নিজেকে ‘বড়লোক’ বলা যাবে? জানুন তথ্য

কত টাকা থাকলে নিজেকে ‘বড়লোক’ বলা যাবে? জানুন তথ্য

3 stocks recomended

কলকাতা: বিলাসবহুল বাড়ি, গাড়ি আছে, বছর বছর বিদেশ ট্রিপ করছে কেউ, সাধারণত এমন ব্যক্তিদেরই ‘বড়লোক’ বা ধনী হিসেবে বিবেচিত করা হয়। কিন্তু আদতে তা কি সঠিক? সম্প্রতি এক আন্তর্জাতিক সংস্থা যে রিপোর্ট পেশ করেছে তা অনুযায়ী এটি সঠিক একদমই নয়। শুধুমাত্র এইসব থাকলেই কাউকে ‘বড়লোক’ তকমা দেওয়া যাবে না। ধনী হিসেবে নিজেকে চিহ্নিত করতে গেলে নির্দিষ্ট পরিমাণ টাকা থাকতে হবে। তাহলে কত টাকা  থাকলে আপনি ‘বড়লোক’? 

আন্তর্জাতিক রিয়েল এস্টেট কনসালটেন্সি সংস্থা নাইট ফ্র্যাঙ্ক বলছে, ন্যূনতম ১ কোটি ৪৪ লক্ষ টাকার সম্পত্তি থাকলে তবেই কেউ নিজেকে ‘বড়লোক’ হিসেবে গণ্য করতে পারে তার আগে নয়। সবমিলিয়ে ২৫টি দেশের ওয়েল্থ রিপোর্ট প্রকাশ করেছে ওই সংস্থা। তাতে ভারত রয়েছে ২২তম স্থানে। যে অর্থের কথা বলা হল সেটা থাকলেই আপনি ভারতের ধনীতম মানুষের মধ্যে একজন। এই রিপোর্ট অনুযায়ী, শীর্ষ স্থানে আছে মোনাকো। সেদেশে ‘বড়লোক’দের তালিকায় নাম তুলতে গেলে ন্যূনতম ১ কোটি ২৪ লক্ষ মার্কিন ডলারের সম্পত্তি দরকার।