ATM থেকে ছেঁড়া-ফাটা নোট বেরোলে কী করবেন?

ATM থেকে ছেঁড়া-ফাটা নোট বেরোলে কী করবেন?

কলকাতা: যদি এটিএম থেকে ছেঁড়া নোট বের হয়, তবে চিন্তার কোনও কারণ নেই। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে এটিএম থেকে ছেঁড়া নোট বের হলে তা ব্যাঙ্কে গিয়ে পরিবর্তন করা সম্ভব। একবারে সর্বাধিক ২০টি নোট পরিবর্তন করা যায়। তবে মাথায় রাখতে হবে, নোটের মূল্য যেন ৫ হাজার টাকার বেশি যেন না হয়।

এর জন্য যে ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুলেছেন, সেই ব্যাঙ্কের শাখায় যেতে হবে। সেখানে গিয়ে একটি আবেদন করতে হবে। ওই আবেদন পত্রে টাকা তোলার তারিখ, সময় এবং যে এটিএম থেকে টাকা তুলেছেন, তা উল্লেখ করতে হবে। এটিএম থেকে টাকা তোলার স্লিপও এই আবেদন পত্রের সঙ্গে জুড়ে দিতে হবে। যদি এই স্লিপ না থাকে, তবে মোবাইলে আসা ট্রানজাকশনের মেসেজের প্রিন্ট কপি দিতে হবে। ছেড়া বা বিকৃত নোট পেলে, তা আরবিআইয়ের ইস্যু অফিস, যেকোনও সরকারি ব্যাঙ্ক বা বেসরকারি ব্যাঙ্কের শাখাগুলিতে এই নোট পরিবর্তন করা যায়। তবে যদি সম্পূর্ণ পোড়া বা সম্পূর্ণ ছেঁড়া নোট বের হয়, তবে সেক্ষেত্রে নোট পরিবর্তন করা হবে না৷ ফ্রিতে শেয়ার মার্কেট হাতে কলমে শিখতে কল করুন ৯০৯৩২১১২১১ নম্বরে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *