নয়াদিল্লি: বদলে যেতে চলেছে বর্ষার স্বাভাবিক দিনক্ষণ৷ পরিবেশ দূষণের সবশেষ নজিল হল এটি৷ পয়লা সেপ্টেম্বর রাজস্থান থেকে বিদায় নিতে শুরু করে মৌসুমী বায়ু৷ তারপর ধীরে ধীরে গোটা দেশ থেকে বিদায় নেয় বর্ষা৷ কলকাতায় বর্ষা আসার সময় ৮ জুন ৮ অক্টোবর৷
সাম্প্রতিক অতীত যাচাই করে বর্ষার নতুন ক্যালেন্ডার আনতে চলেছে মৌসম ভবন৷ বর্তমান স্বাভাবিক নির্ঘণ্ট ১৯৪০ সালে তৈরি হয়েছিল৷ কিন্তু বর্ষার খামখেয়ালি ও পরিবেশ দূষণের জেরে ভারতবর্ষে মৌসুমি বায়ুর গতিপথ পরিবর্তন করেছে৷ ফলে খুব স্বাভাবিকভাবেই এই খামখেয়ালীপনার দিকে নজর রেখে নতুন ক্যালেন্ডার আনতে চলেছে মৌসম ভবন৷ জানা গিয়েছে, গত এক দশকে মৌসুমী বায়ু কবে কখন এসেছে এবং কবে বিদায় নিয়েছে, তার উপর ভিত্তি করে একটি সময় নির্ধারণ করতে চলেছে মৌসম ভবন৷