কেমন হবে এবারের বর্ষা? পূর্বাভাস আবহাওয়া দপ্তরের

চলছে ভোট৷ ভোটের উত্তাপেও বর্ষার দিকে তাকিয়ে দেশের ব্যবয়াসী থেকে কৃষক৷ কেনান, বর্ষার উপর বেশ খানিকটা নির্ভর করে দেশের অর্থনীতি৷ দেশের অথনৈতিক কারবারিদের আশ্বস্থ করে এবারের বর্ষার পূর্বাভাস জানাল দিল্লির হাওয়া অফিস৷ নয়াদিল্লি আবহাওয়া দপ্তর বা আইএমডি জানিয়েছে, চলতি বছরে দেশে বর্ষা মোটামুটি স্বাভাবিক হবে৷ আবহাওয়ার ক্ষেত্রে এল নিনোর প্রভাবের ঝুঁকি থাকলেও বর্ষা মোটামুটি স্বাভাবিক

3 stocks recomended

কেমন হবে এবারের বর্ষা? পূর্বাভাস আবহাওয়া দপ্তরের

চলছে ভোট৷ ভোটের উত্তাপেও বর্ষার দিকে তাকিয়ে দেশের ব্যবয়াসী থেকে কৃষক৷ কেনান, বর্ষার উপর বেশ খানিকটা নির্ভর করে দেশের অর্থনীতি৷ দেশের অথনৈতিক কারবারিদের আশ্বস্থ করে এবারের বর্ষার পূর্বাভাস জানাল দিল্লির হাওয়া অফিস৷

নয়াদিল্লি আবহাওয়া দপ্তর বা আইএমডি জানিয়েছে, চলতি বছরে দেশে বর্ষা মোটামুটি স্বাভাবিক হবে৷ আবহাওয়ার ক্ষেত্রে এল নিনোর প্রভাবের ঝুঁকি থাকলেও বর্ষা মোটামুটি স্বাভাবিক হবে বলে পূর্বাভাস দিয়েছে আইএমডি৷ জানানো হয়েছে, এবার দীর্ঘকালীন মেয়াদের গড় ৯৬ শতাংশ বৃষ্টি হতে পারে৷

দিল্লির তরফে আশার বাণি শোনানো হলেও অন্যকথা বলছে আন্তর্জাতিক পূর্বাভাস৷ নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরে দুর্বল এল নিনো গড়ে উঠেছে৷ এই অবস্থা গ্রীষ্মেও বজায় থাকবে৷ যদিও আইএমডি-র আধিকারিকরা জানিয়েছেন, গ্রীষ্মের পর এই পরিস্থিতি দুর্বল হতে পারে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + eleven =