নয়াদিল্লি: বন্ধন অল্প কিছুদিনের মধ্যেই দ্রুত গতিতে বিস্তারলাভ করেছে৷ এই ব্যাঙ্ক ক্ষুদ্র ঋণের সুবিধা দিয়ে প্রান্তিক এলাকার মানুষের কাছেও পৌঁছে গিয়েছে। মাইক্রো লোন নামে বন্ধন ব্যাঙ্ক অল্প পরিমাণে ঋণও দিয়ে থাকে। এতে মাত্র 1000 টাকাও লোন দেওয়া হয়। মাইক্রো লোনের মধ্যে আবার একাধিক যোজনারও সুবিধা রেখেছে এই ব্যাঙ্ক। যেমন সূচনা লোন, সমাধান লোন, সৃষ্টি লোন, সুবৃদ্ধি লোন৷
সূচনা লোনে এক বছরের মেয়াদে সর্বনিম্ন ১০০০ ও সর্বোচ্চ 25,000 টাকা পাওয়া যেতে পারে। বর্তমানে এই ঋণে সুদের হার রয়েছে ১৯.৪৫ শতাংশ। ১০০০ টাকা লোন নিলে ঋণদাতাকে ১১৯০ টাকা ফেরত দিতে হবে।
সৃষ্টি লোনে দু’বছরের মেয়াদে ২৫,০০১ থেকে ১,৫০,০০০ পর্যন্ত ঋণ পাওয়া যেতে পারে৷ এই ঋণ নিলে এক শতাংশ প্রসেসিং চার্জ দিতে হয়। বর্তমানে এই ঋণে সুদের হার রয়েছে ১৯.৪৫ শতাংশ।
সুবৃদ্ধি লোন আবেদন করতে পারেন সূচনা, সৃষ্টি সমৃদ্ধি লোন রয়েছে এমন ঋণ গ্রহীতারাই৷ তবে আগের ঋণ নেওয়ার ১০ মাস পর এর জন্য আবেদন করতে হবে৷ এখানে আগের নেওয়া ঋণের ৫০ শতাংশ পাওয়া যেতে পারে ১২, ১৮ বা ২৪ মাসের মেয়াদে৷ সুদের হার রয়েছে ১৯.৪৫ শতাংশ।
এছাড়া করোনার জন্য সমাধান লোনে বিশেষ কিছু ব্যক্তিদের ঋণ দেওয়া হয়।