কেন্দ্রীয় রেল বাজেটে কী চমক অপেক্ষা করে বাংলার জন্য?

নয়াদিল্লি: বাংলার উন্নয়নে রেল প্রকল্পকেই বিশেষ গুরুত্ব দিতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সূত্রের খবর, আগামী শুক্রবার কেন্দ্রীয় বাজেটের আগেই বিভিন্ন রুটে ৬টি লোকাল ট্রেন পাতে পারে বাংলা৷ রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে লোকালের রুটের সম্প্রসারণের লক্ষ্য রেয়েছে কেন্দ্রের৷ বাংলার বিভিন্ন রুটে চলা ৫ জোড়া ট্রেন বদলে মেমু লোকালে করার ভাবনা রয়েছে রেল মন্ত্রকের৷ রেলমন্ত্রকের তরফে ঘোষণা করা

3 stocks recomended

কেন্দ্রীয় রেল বাজেটে কী চমক অপেক্ষা করে বাংলার জন্য?

নয়াদিল্লি: বাংলার উন্নয়নে রেল প্রকল্পকেই বিশেষ গুরুত্ব দিতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সূত্রের খবর, আগামী শুক্রবার কেন্দ্রীয় বাজেটের আগেই বিভিন্ন রুটে ৬টি লোকাল ট্রেন পাতে পারে বাংলা৷ রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে লোকালের রুটের সম্প্রসারণের লক্ষ্য রেয়েছে কেন্দ্রের৷ বাংলার বিভিন্ন রুটে চলা ৫ জোড়া ট্রেন বদলে মেমু লোকালে করার ভাবনা রয়েছে রেল মন্ত্রকের৷

রেলমন্ত্রকের তরফে ঘোষণা করা হয়েছে, এখন থেকে শিয়ালদহ-মুজফ্ফরপুর ফাস্ট প্যাসেঞ্জার, এক্সপ্রেস হিসেবে চালাচল করবে৷ মুজফ্ফরপুরের বদলে সেটি যাবে সীতামারি পর্যন্ত চলাচল করবে৷  আগামী শুক্রবার কেন্দ্রীয় বাজেটে কী চমক অপেক্ষা করে বাংলার জন্য? জানা গিয়েছে, ৬টি রুটে নতুন লোকাল ট্রেন পেতে পারে বাংলা৷ লক্ষ্মীকান্তপুর থেকে সোনারপুর, সোনারপুর থেকে ক্যানিং, ক্যানিং থেকে সোনারপুর, সোনারপুর থেকে ডায়মন্ডহারবার, ডায়মন্ডহারবার থেকে শিয়ালদহ এবং শিয়ালদহ থেকে সোনারপুরে লোক আজ পয়লা জুলাই থেকেই এই পরিষেবা চালু হয়ে গিয়েছে৷ যে ইএমইউ লোকালগুলির রুট সম্প্রসারণ হয়েছে, সেটিও কার্যকর হওয়ার কথা আজ৷

আজ থেকে সপ্তাহে ছ’দিনের পরিবর্তে বর্ধমান-রামপুরহাট ডেমু ও আজিমগঞ্জ-রামপুরহাট ডেমু ট্রেন প্রতিদিন চালু হওয়ার কথা৷ হাওড়া ডিভিশনের হাওড়া-তারকেশ্বর, তারকেশ্বর-শেওড়াফুলি, আরামবাগ-তারকেশ্বরের মধ্যে চলা ১০টি ইএমইউ স্পেশাল ট্রেনকে প্রতিদিন চালানো হবে বলে খবর৷ একইভাবে শিয়ালদহ ডিভিশনের বারাসাত-হাসনাবাদ, ঘুঁটিয়ারি শরিফ-সোনারপুর, রানাঘাট-বনগাঁ, রানাঘাট-লালগোলা, রানাঘাট-গেদে, শিয়ালদহ-বারুইপুর এবং সোনারপুর-চম্পাহাটির মধ্যে চলা মোট ১২টি ইএমইউ স্পেশাল ট্রেনকে প্রতিদিন চালানো হবে বলে রেলমন্ত্র সূত্রে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 4 =