নয়াদিল্লি: কালো টাকা উদ্ধারের এত তোড়জোড়, সিট গঠন, বিমুদ্রাকরণের ঘোষণা-সবই হল, অথচ, দেশে কত কালো টাকা রয়েছে, তার হিসেব কেন্দ্রের কাছে নেই৷
রাজ্যসভায় তৃণমূল সাংসদ শান্তনু সেনের প্রশ্নের লিখিত জবাবে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী শিব প্রতাপ শুক্ল৷ তাঁর দাবি, দেশে কত কালো টাকা রয়েছে, সে বিষয়ে কোনও সরকারি হিসেব নেই৷ অর্থাৎ, দেশে প্রতি বছর কত কালো টাকা তৈরি হচ্ছে, সেই টাকা কোথায় যাচ্ছে, সে ব্যাপারে সরকার অন্ধকারে৷
শান্তনুর প্রশ্ন ছিল, বিমুদ্রাকরণের সময়ে কালো টাকা কী ভাবে হাতবদল হয়েছিল, আর বিমুদ্রাকরণ যে সফল, সেটা তথ্য দিয়ে কী ভাবে প্রমাণ করা যাবে? শিব প্রতাপ শুক্লর জবাব, নোটবন্দির সময়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রচুর নগদ জমা পড়েছিল৷ যাঁদের অ্যাকাউন্টে এই নগদ জমা হয়েছে, আয়কর বিভাগ দ্রুত তাঁদের সঙ্গে যোগাযোগ করেছে৷ ই-মেল, এসএমএস পাঠিয়ে তাঁদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে, এই টাকা কোথা থেকে এল? শর্মার দাবি, এই ব্যবস্থা নেওয়ার ফলেই ২০১৭-১৮ সালে প্রত্যক্ষ কর সংগ্রহ ১৮ শতাংশ বেড়েছে৷ ব্যক্তিগত আয়কর জমা বেড়েছে ২৯ শতাংশ। আয়কর রিটার্ন ফাইলের সংখ্যাও ২৫ শতাংশ বেড়েছে৷