কলকাতা: বাম জমানার শেষ পর্বের তুলনায় তৃণমূল শাসনকালে, গত সাড়ে সাত বছরে রাজ্যে পরিকাঠামো ও সামাজিক সম্পদ বেড়েছে ১১ গুণেরও বেশি। একইসঙ্গে পরিকল্পনা খাতে খরচের পরিমাণ বেড়েছে প্রায় ছয় গুণ। ৩১ মার্চ শেষ হওয়া ২০১৮-১৯ আর্থিক বছরের শেষে ট্যুইট বার্তায় মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা লিখেছেন, গত সাড়ে সাত বছরে বাংলার উন্নয়ন এবং অর্থনৈতিক ব্যবস্থাপনার সাফল্যের কাহিনী সবার সঙ্গে ভাগ করতে পেরে আনন্দিত। রাজ্যের পরিকল্পনাখাতে ২০১০-১১ সালে খরচ হয়েছিল ১৪,৬১৫.১৬ কোটি টাকা। সদ্য শেষ হওয়া আর্থিক বছরে সেই খরচের পরিমাণ বেড়েছে ছয় গুণেরও বেশি, ৮৫,৩২৮.৫৩ কোটি টাকা। পরিকল্পনাখাতে খরচ বৃদ্ধির ফলেই যে রাজ্যের সামাজিক পরিকাঠামো ও সম্পদ বেশি সৃষ্টি হয়েছে, তারও বর্ণনা দিয়েছেন মুখ্যমন্ত্রী।
I am very happy to share with you some significant achievements in development and financial management in Bengal over the last seven and a half years. State Plan Expenditure has increased by nearly 6 times from Rs.14,615.16 Crore in 2010-11 to Rs.85,328.53 Crore in 2018-19 1/3
— Mamata Banerjee (@MamataOfficial) April 2, 2019
এই প্রসঙ্গে মমতার ট্যুইট বার্তা, বাম জমানার শেষ পর্বে ২০১০-১১ সালে সামাজিক পরিকাঠামোর উন্নয়ন ও সম্পদ সৃষ্টির ক্ষেত্রে ব্যয়ের পরিমাণ ছিল ২,২২৫.৭৫ কোটি টাকা। ২০১৮-১৯ আর্থিক বছরের শেষে সামাজিক পরিকাঠামো উন্নয়ন এবং সম্পদ সৃষ্টিতে খরচের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২৫,২৮৭.২০ কোটি টাকায়। খরচ বৃদ্ধির পরিমাণ ১১ গুণেরও বেশি। বাম জমানার শেষ পর্বের তুলনায় গত আর্থিক বছরে রাজস্ব সংগ্রহে বৃদ্ধি হয়েছে তিন গুণ। ২০১০-১১ আর্থিক বছরে যেখানে রাজস্ব সংগ্রহের পরিমাণ ছিল ২১,১২৮.৭৪ কোটি টাকা, ২০১৮-১৯ আর্থিক বছরের শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৬২,৭৪৬.৫৮ কোটি টাকায়।