আমরা শিল্প চাই, ফের দাবি উঠল সিঙ্গুরে

কলকাতা: হুগলি লোকসভা কেন্দ্রে দু’বারের তৃণমূল সাংসদ রত্না দে নাগকে হারিয়ে এবার সাংসদ হলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়৷ জয়ের পর তাঁকে সংবর্ধনা জানাল বিজেপির মহিলা মোর্চা৷ অনুষ্ঠানে এসে আপ্লুত লকেট৷ সাংবাদিক সম্মেলনে বললেন, তিনি সিঙ্গুরে টাটাকে ফিরিয়ে আনবেন৷ হুগলিতে হাসপাতাল তৈরি করবেন৷ মেয়েদের নিরাপত্তার বিষয়টা দেখবেন৷ জুটমিলগুলি চালু করার চেষ্টা করবেন তিনি৷ শুক্রবার বিজেপি নেত্রীর

3 stocks recomended

আমরা শিল্প চাই, ফের দাবি উঠল সিঙ্গুরে

কলকাতা: হুগলি লোকসভা কেন্দ্রে দু’বারের তৃণমূল সাংসদ রত্না দে নাগকে হারিয়ে এবার সাংসদ হলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়৷ জয়ের পর তাঁকে সংবর্ধনা জানাল বিজেপির মহিলা মোর্চা৷ অনুষ্ঠানে এসে আপ্লুত লকেট৷ সাংবাদিক সম্মেলনে বললেন, তিনি সিঙ্গুরে টাটাকে ফিরিয়ে আনবেন৷ হুগলিতে হাসপাতাল তৈরি করবেন৷ মেয়েদের নিরাপত্তার বিষয়টা দেখবেন৷ জুটমিলগুলি চালু করার চেষ্টা করবেন তিনি৷

শুক্রবার বিজেপি নেত্রীর মুখে সিঙ্গুরে টাটাকে ফিরিয়ে আনার বার্তা পেতেই মাঠে নামেন কর্মীরা৷ সিঙ্গুরে প্রস্তাবিত টাটা প্রকল্পের এলাকায় ঢুকে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা৷ তাদের দাবি, সিঙুরে ফেরানো হোক টাটাদের৷ এদিন দুপুরে সিঙুরের গোপালনগর মৌজার ইঞ্চিডাঙ্গা আশ্রমের কাছে মিছিল করে বিক্ষাভ দেখান বিজেপি কর্মীরা৷ প্রকল্প এলাকায় জমিতে ঢুকে বিক্ষোভ দেখান ইচ্ছুক কৃষকদের একাংশ৷

টাটার ন্যানো কারখানার জন্য সিঙ্গুরে জমি অধিগ্রহণ করেছিল বাম সরকার৷ কিন্তু, রাজনৈতিক চাপের কাছে হার মানে কারখানার ভবিষ্যৎ৷ তৃণমূল ক্ষমতায় এসে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কৃষকদের জমি ফেরত দেওয়া হয়৷ ভাঙা হয় টাটার কারখানা৷ এরপর দীর্ঘ সময় কাটলেও জমি কৃষিকাজের উপযুক্ত হয়নি৷ আর তাতেই বাড়ছে ক্ষোভ৷ সেই ক্ষোভকে পুঁজি করে ময়দানে এবার বিজেপি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 4 =