নয়াদিল্লি: ২০১৯-২০ আর্থিক বছরে ব্যক্তিগত ও সংস্থার জন্য আয়কর জমার ফর্মের বিজ্ঞপ্তি প্রকাশ করল আয়কর বিভাগ। বেতনভুক কর্মীদের জন্য আইটিআর-১ বা সহজ ফর্মে কোনও বদল আনা না হলেও, আইটিআর ২,৩, ৫, ৬ ও ৭ ফর্মের বেশকিছু ধারায় বদল আনা হয়েছে।
যাঁদের অ্যাকাউন্ট অডিট করার প্রয়োজন নেই তাঁদের কর জমা দেওয়ার শেষ দিন ৩১ জুলাই। অন্যদিকে, ২০১৭-১৮ আর্থিক বছরে নতুন ১ কোটি ৭ হাজার করদাতা কর জমা দিয়েছেন বলে জানিয়েছে আয়কর বিভাগ। পাশাপাশি, কর ফাঁকিরও পরিমাণ কমেছে। যাকে নোটবাতিলের ইতিবাচক দিক হিসেবে দাবি করেছে সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি)।
এক বিবৃতিতে তারা জানিয়েছে, ২০১৬-১৭ আর্থিক বছরে যেখানে ৫ কোটি ৪৮ লক্ষ ব্যক্তি আয়কর জমা করেছিলেন, সেখানে ২০১৭-১৮ অর্থবর্ষে তা বেড়ে হয়েছে ৬ কোটি ৮৭ লক্ষ। অর্থাৎ, কর জমার পরিমাণ বেড়েছে ২৫ শতাংশ।