নয়াদিল্লি: ইপিএফও থেকে টাকা তুলতে চান? এই কারণ উল্লেখ করে তুলতে পারবেন টাকা৷
বৈবাহিক কারণ: একজন কর্মী ইপিএফও-র মোট জমার ৫০ শতাংশ বিয়ের জন্য তুলতে পারেন। নিজের পাশাপাশি ছেলে অথবা মেয়ের বিয়েতে খরচের জন্য এই টাকা তোলা যায়।
শিক্ষা: কর্মীর সন্তানের জন্য মাধ্যমিক পরবর্তী শিক্ষা চালিয়ে নিয়ে যেতে তিন খেপে মোট জমার ৫০ শতাংশ টাকা তুলতে পারবেন৷? তবে তার জন্য চাকরির মেয়াদ সাত বছরের বেশি হতে হবে।
সম্পত্তি কিনতে: কোনও কর্মী যদি পাঁচ বছর চাকরি করে থাকেন, তাহলে বাড়ি বা ফ্ল্যাট কেনার জন্য ইপিএফও- তে থাকা টাকা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে কর্মীর ৩৬ মাসের মূল বেতন যা হয় সেই পরিমাণ টাকা পাওয়া যেতে পারে। আর বাড়ি তৈরির জন্য বা জমি কিনলে ২৪ মাসের মূল বেতনের সমান টাকা পাওয়া যেতে পারে৷
গৃহঋণ মেটাতে: ১০ বছর চাকরি হয়ে গেলে মূল বেতনের ৩৬ মাসের সমান টাকা পাওয়া যায় গৃহ ঋণ শোদ করতে।
এছাড়াও কোনও কর্মী যদি দুমাস ও তার বেশি সময় পর্যন্ত বেকার থাকেন তাহলে তিনি ইপিএমফও–র পুরো টাকাটাই তুলতে পারেন৷