নয়াদিল্লি: ১০ টাকার পর এবার বাজারে আসতে চলেছে ২০ টাকার কয়েন। অর্থমন্ত্রকের পক্ষ থেকে এবিষয়ে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে। ১০ টাকার কয়েনের সঙ্গে বেশ কিছু মিল থাকলেও এটি সম্পূর্ণ গোলাকার হচ্ছে না। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০ টাকার কয়েনটি ১২টি ভূজের হবে৷
জানা গিয়েছে, ১২ ভূজের ২০ টাকার কয়েনটির ব্যাস হবে ২৭ মিলিমিটার৷ যা ১০ টাকার কয়েনের ব্যাসের সমান৷ দুই রঙের মিশ্রণ থাকবে৷ ১০ টাকার কয়েনের মতো প্রান্তে কোনও জ্যোতি চিহ্ন থাকবে না৷ কয়েনটি তৈরি হবে তামা, দস্তা ও নিকেলের সংমিশ্রণে৷