নববর্ষে সুখবর! লক্ষ লক্ষ শেয়ার ছাড়ছে ভোডাফোন আইডিয়া, দাম মাত্র ১০ টাকা

নববর্ষে সুখবর! লক্ষ লক্ষ শেয়ার ছাড়ছে ভোডাফোন আইডিয়া, দাম মাত্র ১০ টাকা

3 stocks recomended

vodafone idea

নয়াদিল্লি: এবার শেয়ার বাজারে FPO আনার পরিকল্পনা নিল টেলিকম সংস্থা ভোডাফোন-আইডিয়া। ফলো অন পাবলিক অফার-এর মাধ্যমে বাজার থেকে ১৮ হাজার কোটি টাকা তোলার টার্গেট নিয়েছে আদিত্য বিড়লা গ্রুপের এই কোম্পানি। আগামী বৃহস্পতিবার অর্থাৎ ১৮ এপ্রিল থেকেই খুলে যাবে ভিআই-এর FPO সাবস্ক্রিপশন উইন্ডো। ২২ এপ্রিল পর্যন্ত সেখানে ট্রেডিং করতে পারবেন গ্রাহকরা৷ 

গত কয়েক মাসে অনেকটাই পড়েছে আদিত্য বিড়লা গ্রুপের মালিকানাধীন এই টেলিকম সংস্থার শেয়ারের দর। বর্তমানে এর প্রতি স্টকের দর কমে হয়েছে মাত্র ১২ টাকা। সেই আবহেই FPO আনছে ভিআই৷ ঘোষণা হতেই বাড়তে শুরু করেছে ভোডাফোন-আইডিয়ার শেয়ারের দাম। শেয়ার বাজারে FPO আনতে এক্সচেঞ্জ ফাইলিং করেছে ভোডাফোন আইডিয়া। যার অনুমোদন পাওয়া যাবে আগামী ১৬ এপ্রিল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + 10 =