বাজারে IPO আনছে বিশাল মেগা মার্ট! লক্ষ্মীলাভের আশায় বিনিয়োগকারীরা

বাজারে IPO আনছে বিশাল মেগা মার্ট! লক্ষ্মীলাভের আশায় বিনিয়োগকারীরা

3 stocks recomended

কলকাতা: যাঁরা শপিং মলে গিয়ে কেনাকাটা করেন, তাঁদের কাছে বিশাল মেগামার্ট একটি পরিচিত নাম৷ শহরের গন্ডি ছাড়িয়ে মফস্বলেও সমান ভাবে পরিচিত এই শিপং মল৷ এবার এই সংস্থার হাত ধরেই হতে পারে বিরাট লক্ষ্মীলাভ৷

শেয়ার বাজারের কারবারিদের জন্য সুখবর নিয়ে এসেছেবিশাল। এই সুপারমার্কেট চেইন থেকে এবার উপার্জনের সুযোগ পেতে পারেন আপনিও। কী ভাবে? চলতি বছরই আইপিও চালু করার প্রস্তুতি নিচ্ছে বিশাল মেগা মার্ট। এর জন্য দুটি ব্যাঙ্কের সঙ্গে আলোচনাও শুরু করেছে কর্তৃপক্ষ৷ 

ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, বিশাল মেগা মার্ট এই বছরে আইপিও আনার জন্য কোটাক মাহিন্দ্রা এবং আইসিআইসিআই ব্যাঙ্কের সঙ্গে আলোচনা শুরু করেছে৷ রিপোর্ট, এই দুই ব্যাঙ্ক ২০২৪-এর চতুর্থ কোয়ার্টারে আইপিও চালু করার জন্য এই সুপারমার্কেট চেইনটিকে সাহায্য করতে পারে।

ওয়াকিবহাল মহলের মতে, বিশাল মেগা মার্টের আইপিও বেশ বড় আকারেই আসছে৷ এর আকার হতে পারে ৭০৮০ থেকে ৮৩৩০ কোটি টাকার মধ্যে। স্বভাবতই বিনিয়োগকারীরা প্রচুর লাভের আশা করছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + five =