কোকা-কোলা বন্ধ করল এই ব্যবসা! আসছে IPO

দিল্লি: দক্ষিণ কোরিয়ার অটোমোবাইল কোম্পানি হুন্ডাই তার ভারতীয় ইউনিটের আইপিও আনতে ইতিমধ্যেই SEBI এর কাছে খসড়া দাখিল করেছে। এবার এই তালিকায় যোগ হতে পারে কোকা-কোলার…

দিল্লি: দক্ষিণ কোরিয়ার অটোমোবাইল কোম্পানি হুন্ডাই তার ভারতীয় ইউনিটের আইপিও আনতে ইতিমধ্যেই SEBI এর কাছে খসড়া দাখিল করেছে। এবার এই তালিকায় যোগ হতে পারে কোকা-কোলার নাম।

কোকা কোলা বলেছে, বটলিং ইনভেস্টমেন্টস গ্রুপ (বিআইজি) তারা বন্ধ করতে চলেছে। অলরেডি বিগ-র কর্পোরেট অফিস ৩০ জুন থেকে বন্ধ। কোকা-কোলার এই পদক্ষেপ ভারতে তার ব্যবসায় বিশেষ প্রভাব ফেলতে চলেছে। ভারতে কোকা-কোলার সম্পূর্ণ মালিকানাধীন বোতলজাত সংস্থা হিন্দুস্তান কোকা-কোলা বেভারেজ, বিগ দ্বারা নিয়ন্ত্রিত হতো। এদিকে মনে করা হচ্ছে, কোকা-কোলা আইপিও আনার আগে তার কিছু শেয়ার বিক্রি করে ভারতে হিন্দুস্তান কোকা-কোলা বেভারেজের মূল্য বুঝে নিতে চাইছে।

এরকম গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে আজ বিকেল এর সঙ্গে থাকুন। আর অবশ্যই ইনভেস্ট করার আগে মনে রাখবেন বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। বাংলায় এই প্রথম শেয়ার মার্কেটে রিস্ক ম্যানজমেন্ট এবং শেয়ার মার্কেট সাইকোলজি শিখতে হলে ফোন করুন ৯০৯৩২১১২১১ এই নম্বরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *