কেন্দ্রের আর্থিক প্যকেজে বড় চমক! আজ বিকেলে ‘তৃতীয় বাজেট’ নির্মলার!

কেন্দ্রের আর্থিক প্যকেজে বড় চমক! আজ বিকেলে ‘তৃতীয় বাজেট’ নির্মলার!

3 stocks recomended

 

নয়াদিল্লি: করোনা মোকাবিলায় সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণে  ভারতের জিপির ১০ শতাংশ অর্থাৎ ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আজ বুধবার বিকেলে সেই আর্থিক প্যাকেজে কী কী থাকতে পারে, কারা পাবেন সুবিধা? তা নিয়ে বিস্তারিত হিসাব তুলে ধরবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ আজ বিকেলে কী কী ঘোষণা করবেন অর্থমন্ত্রী? LIVE দেখতে নজর রাখুন ফেসবুক পেজে৷ প্রতিবেদন শেষে দেওয়া হয়েছে লিঙ্ক৷

সূত্রের খবর, আর্থিক প্যাকেজের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ক্রেডিট গ্যারান্টির কথা ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী৷ কৃষি থেকে শুরু করে বিমা, ব্যাঙ্কিং ও বিদ্যুৎ ক্ষেত্রও বড় ছাড়ের ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী৷

অর্থনীতি চাঙ্গা করতে দেশের বাজারে বিদেশি বিনিয়োগের দরজা খুলে দিতে পারে কেন্দ্র৷ এফডিআইয়ের ঊর্ধ্বসীমা আরও বাড়ানো হতে পারে৷ শ্রম সংস্কার নীতি নিয়েও হতে পারে ঘোষণা৷ উৎপাদ বৃদ্ধির লক্ষ্যে বাড়তে পারে শ্রমসময়৷ ছোটো ও বড় সংস্থাগুলিকে ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া হতে পারে বলেও মনে করা হচ্ছে৷ পরিযায়ী শ্রমিকদের জন্য খাদ্য ও  অর্থ দেওয়ার ব্যবস্থাও করা হতে পারে৷

যদিও এর আগে করোনা পরিস্থিতি মোকাবিলায় ১.৭ লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হয়েছিল৷ আরবিআই ১৬ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজের কথা আগেই ঘোষণা করেছিল৷ সব মিলিয়ে আজ বিকেল ৪টেয় ২০ লক্ষ কোটি টাকার বন্ঠন নিয়ে কার্যত তৃতীয় দফায় বাজেট পেশ করতে পারেন অর্থমন্ত্রী৷

LIVE দেখতে নজর রাখুন https://www.facebook.com/Aajbikal/ এই লিঙ্কে৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + nineteen =