দু’দিনের ব্যাঙ্ক ধর্মঘটে নামছেন রাজ্যের ৭ লাখ ব্যাঙ্ককর্মী, বন্ধ থাকবে ২১ হাজার ATM!

কলকাতা: বছর শেষে দু’দিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিল দুর্টি সংগঠন| সূত্রের খবর, অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন ধর্মঘটের ডাক দিয়েছে ২১ ডিসেম্বর| আর, অল ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন (ইউএফবিইউ) ধর্মঘটের ডাক দিয়েছে ২৬ ডিসেম্বর| ব্যাঙ্ক সংযুক্তিকরণের প্রতিবাদে এই ধর্মঘটের ডাক হলেও বেতন বৃদ্ধি, সঠিক পরিকাঠামো সহ একাধিক দাবিতে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ইউএফবিইউ-এর

3 stocks recomended

দু’দিনের ব্যাঙ্ক ধর্মঘটে নামছেন রাজ্যের ৭ লাখ ব্যাঙ্ককর্মী, বন্ধ থাকবে ২১ হাজার ATM!

কলকাতা: বছর শেষে দু’দিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিল দুর্টি সংগঠন| সূত্রের খবর, অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন ধর্মঘটের ডাক দিয়েছে ২১ ডিসেম্বর| আর, অল ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন (ইউএফবিইউ) ধর্মঘটের ডাক দিয়েছে ২৬ ডিসেম্বর| ব্যাঙ্ক সংযুক্তিকরণের প্রতিবাদে এই ধর্মঘটের ডাক হলেও বেতন বৃদ্ধি, সঠিক পরিকাঠামো সহ একাধিক দাবিতে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ইউএফবিইউ-এর ছাতার তলায় রয়েছে ৯টি ব্যাঙ্ক সংগঠন। তাদের তরফে জানানো হয়েছে, বেতন সংক্রান্ত দাবিদাওয়া মেনে না নেওয়ায় ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে তারা ৩০ মে ৪৮ ঘণ্টার ব্যাঙ্ক ধর্মঘট ডেকেছিল। তাদের তরফে জানানো হয়, রাজ্যে প্রতিটি ব্যাঙ্কের ৯ হাজার ৮০০টি শাখা বন্ধ থাকতে পারে। ৭ লাখ ব্যাঙ্ককর্মী এই ধর্মঘটে যোগ দেবেন। ২১ হাজার এটিএম কাউন্টার বন্ধ থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *