মোদির বাজেটে বড় প্রত্যাশা তৃণমূলের, কী চাইছে মমতার দল

নয়াদিল্লি:আগামী শুক্রবার সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ আসন্ন বাজেটে মোদি সরকারের কাছে রাজ্যের ঋণ লাঘব করার মতো কোনও ঘোষণা প্রত্যাশা তৃণমূলের৷ এই মর্মে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে দেখা করে জানানো হবে দাবি৷ বাংলার উন্নয়নের লক্ষ্যে বাজেটে কী প্রত্যাশা করেন, তা নিয়ে নির্মলা সীতারামন রাজ্যের বিজেপি সাংসদদের ডেকে কথা বলেন৷ বাংলার বিজেপি

3 stocks recomended

মোদির বাজেটে বড় প্রত্যাশা তৃণমূলের, কী চাইছে মমতার দল

নয়াদিল্লি:আগামী শুক্রবার সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ আসন্ন বাজেটে মোদি সরকারের কাছে রাজ্যের ঋণ লাঘব করার মতো কোনও ঘোষণা প্রত্যাশা তৃণমূলের৷ এই মর্মে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে দেখা করে জানানো হবে দাবি৷

বাংলার উন্নয়নের লক্ষ্যে বাজেটে কী প্রত্যাশা করেন, তা নিয়ে নির্মলা সীতারামন রাজ্যের বিজেপি সাংসদদের ডেকে কথা বলেন৷ বাংলার বিজেপি সাংসদের সঙ্গে বৈঠকের পর এবার তৃণমূলের তরফে জানানো হতে চলেছে তাঁদের প্রত্যাশার কথা৷ যদিও নির্মলার সঙ্গে বাংলার বিজেপি সাংসদদের ওই বৈঠক কোনও সরকারি কর্মসূচি ছিল না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + ten =