অগাস্টের দ্বিতীয় দিনে নজর থাকুক এই ৫ স্টকে, দিতে পারে ব্রেক আউট

মুম্বই: সপ্তাহের শেষ ট্রেডিং-এর দিনে প্রথম সেশনে বাজার খুলতেই ৭০০ পয়েন্ট পড়ে গিয়েছে সেনসেক্স। তবে আজ বেশ কিছু স্টকে ব্রেক আউট দিতে পারে। বিশেষত লার্জ…

share9

মুম্বই: সপ্তাহের শেষ ট্রেডিং-এর দিনে প্রথম সেশনে বাজার খুলতেই ৭০০ পয়েন্ট পড়ে গিয়েছে সেনসেক্স। তবে আজ বেশ কিছু স্টকে ব্রেক আউট দিতে পারে। বিশেষত লার্জ ক্যাপের কোম্পানিগুলির দিকে বেশি করে নজর রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা৷

 

জোম্যাটো: অনলাইন ফুড ডেলিভারি এই সংস্থার দৈনিক স্টকের চার্টে বুলিশ রিভার্সাল প্যাটার্ন থাকায় লাফিয়ে বাড়তে পারে এর দাম। জোম্যাটোর শেয়ারের লাস্ট ট্রেডিং প্রাইস ২৩৪ টাকা। এর টার্গেট প্রাইজ ২৫৫ টাকা ও স্টপলস- ২২৪ টাকা ধরা হয়েছে৷

 

আদানি গ্রিন এনার্জি: আজ ১,৯০২ টাকায় বিক্রি হচ্ছে আদানি গোষ্ঠীর এই স্টক। তবে দিনের শেষে শেয়ারটির দাম উঠতে পারে ২,০৬০ টাকা। স্টপ লস ১,৮১০ টাকা৷

 

প্ল্যাটিনাম ইন্ডাস্ট্রিজ: রকেট গতিতে ছুটছে এই সংস্থার শেয়ার। যার দাম রয়েছে ২৮৬ টাকা। বর্তমান ট্রেন্ড বজায় থাকলে এর দর ৩০৯ টাকায় পৌঁছবে বলে মনে করা হচ্ছে৷ এর স্টপ লস ২৭৪ টাকা রাখা হয়েছে।

 

সূর্যলক্ষ্মী কটন মিলস: বস্ত্র উৎপাদনকারী এই কোম্পানির স্টকের বর্তমান দাম ১০৬.৩০ টাকা৷ টার্গেট- ১১১ টাকা ও স্টপলস- ১০২ টাকা রাখা হয়েছে৷

 

পিওসিএল ইন্টারপ্রাইজেস:  ১,৪৬০ টাকায় বিক্রি হচ্ছে এই কোম্পানির শেয়ার। এর টার্গেট প্রাইস ও স্টপ লস যথাক্রমে ১,৫২৫ টাকা ও ১,৪০০ টাকা রাখা হয়েছে৷

 

(মনে রাখবেন : এই প্রতিবেদনে উল্লেখ করা তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। আজ বিকেল ডট কম কখনও কাউকে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। শেয়ার সম্পর্কে এখানে কোনো কল বা টিপ দেওয়া হয় না।)