নয়াদিল্লি: টাকা তুলতে এখন আর ব্যাংকে যাওয়ার প্রয়োজন নেই৷ লম্বা লাইনে দাঁড়িয়ে টাকা তোলার দিন শেষ৷ এটিএম ব্যবস্থার সেই ঝঞ্ঝাট থেকে মুক্তি৷ ইন্ডিয়া পোস্ট এখন একটি পরিষেবা আনতে চলেছে, যেখানে এটিএমে যাওয়ার দরকার পড়বে না৷ ঘরে বসেই টাকা তোলা যাবে৷ এটিএম নিজেই গ্রাহকের ঠিকানায় পৌঁছে যাবে৷
ডাকঘরে ইন্ডিয়া পোস্ট চালু করছে আধার এনাবেল পেমেন্ট সিস্টেম৷ রাষ্ট্রায়ত্ত এই সংস্থার তরফে জানানো হয়েছে, এর মাধ্যমে বাড়িতে বসেই টাকা তোলা যাবে৷ পোস্টম্যানের কাছে থাকবে একটি বিশেষ যন্ত্র৷ যা প্রয়োজনমতো সেখান থেকে গ্রাহকরা টাকা তুলতে পারবেন৷ তবে এর জন্য ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার যুক্ত থাকতেই হবে৷ গ্রাহকরা তাঁদের আধার কার্ড ব্যবহার করে টাকা তুলতে পারবেন৷ সঙ্গে লাগবে আঙুলের ছাপ৷
এই পরিষেবা যেকোনও ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যাবে৷ তবে বাড়িতে বসে এটিএম পরিষেবা ব্যবহার করলে অতিরিক্ত ২৫ টাকা চার্জ দিতে হবে৷ তবে এটিএম চার্জ বাবদ সংশ্লিষ্ট ব্যাংকের আগের নিয়ম কার্যকর থাকবে৷ ভারতীয় ডাকঘর বিভাগ সূত্রে খবর, মূলত গ্রামীণ গ্রাহকদের কথা ভেবেই এই পরিষেবা চালু করা হচ্ছে৷ তবে আগামী দিনে শহরবাসীরা এই পরিষেবার সুবিধা পাবেন৷