এবার পানশালার পেগ মাপতে কোমর বাঁধছে রাজ্য

কলকাতা: হালকা সুরের মূর্ছনায় ভুলিয়ে লোক ঠকানোর কারবার পানশালা? গ্লাসে পেগের পরিমাণ কি কম? পানশালার গ্লাসে পেগের পরিমাণ যাচাইয়ে এবার মাঠে নামলক্রেতাসুরক্ষা দপ্তর! পানশালায় পেগের পরিমাণ কমিয়ে লোক ঠকানোর রমরমা রুখতে ইতিমধ্যেই অফিসারদের অভিযানে পাঠাচ্ছে৷ ৩০ মিলি কিংবা ৬০ মিলির পেগে দেওয়ার কথা থাকলেওতা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ৷ মূলত, এই অভিযোগের ভিত্তিতে পেগের মেপে

3 stocks recomended

এবার পানশালার পেগ মাপতে কোমর বাঁধছে রাজ্য

কলকাতা: হালকা সুরের মূর্ছনায় ভুলিয়ে লোক ঠকানোর কারবার পানশালা? গ্লাসে পেগের পরিমাণ কি কম? পানশালার গ্লাসে পেগের পরিমাণ যাচাইয়ে এবার মাঠে নামলক্রেতাসুরক্ষা দপ্তর!

পানশালায় পেগের পরিমাণ কমিয়ে লোক ঠকানোর রমরমা রুখতে ইতিমধ্যেই অফিসারদের অভিযানে পাঠাচ্ছে৷ ৩০ মিলি কিংবা ৬০ মিলির পেগে দেওয়ার কথা থাকলেওতা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ৷ মূলত, এই অভিযোগের ভিত্তিতে পেগের মেপে দেখছেন অফিসাররা!

ক্রেতাসুরক্ষা দপ্তরের কাজ মূলত ক্রেতাদের সচেতন করা৷ লোক ঠকানো কারবার রোখা৷ ক্রেতারা যাতে প্রতারিত না হন, তা নিশ্চিত করতে রাজ্যের বাজারগুলি পরিদর্শন করেন ক্রেতাসুরক্ষা দপ্তরের আধিকারিকরা৷ পরীক্ষা করা হয় ওজন যন্ত্র ও বাটখারার পরিমাপ৷ পরীক্ষার পর দেওয়া হয় শংসাপত্র৷ অভিযোগ প্রমাণে জরিমানা বা শাস্তিরও ব্যবস্থা আছে৷ মূলত, ঠিক সেই পদ্ধতি অবলম্বন করে এবার পানশালার পেগের পরিমাণ যাচাই শুরু দপ্তরের৷

আগে পেগ মাপার বিষয়ে ততটা উৎসাহী ছিল না দপ্তর৷ আর তাতেই পানশালার আড়ালে বাড়ছিল প্রতারণা৷ আর সেই প্রতারণায় লাগাম চানতে নিয়মিত নজরদারি চালানো হবে বলে খবর৷ কেননা, পানশালাগুলিতে যে মদ বিক্রি হয়, তার দাম প্রচুর৷ সেখানে যদি ক্রেতাকে সঠিক পরিমাপের তা দেওয়া না হয়, তা প্রতারণাক সামিল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *