এবার ৭ দিনই খোলা থাকবে বাংলার মদের দোকান, আসছে বিল!

কলকাতা: সপ্তাহের সাত দিনই খোলা থাকবে মদের দোকান৷ নির্দেশিকা জারি করে এমনটাই জানাতে চলেছে আবগারি দপ্তর৷ বাংলার সমস্ত মদের দোকানের মালিকদের এই অনুমোদন দেওয়া হবে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে৷ ফলে, সপ্তাহের মধ্যে একদিন আর বন্ধ রাখতে হবে না মদের দোকান৷ নির্দেশিকা সরকারিভাবে ঘোষণা হওয়ার পর ৭ দিনের মধ্যে যেকোনও একদিন বন্ধ রাখা যাবে দোকান৷ এতদিন

3 stocks recomended

এবার ৭ দিনই খোলা থাকবে বাংলার মদের দোকান, আসছে বিল!

কলকাতা: সপ্তাহের সাত দিনই খোলা থাকবে মদের দোকান৷ নির্দেশিকা জারি করে এমনটাই জানাতে চলেছে আবগারি দপ্তর৷ বাংলার সমস্ত মদের দোকানের মালিকদের এই অনুমোদন দেওয়া হবে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে৷
ফলে, সপ্তাহের মধ্যে একদিন আর বন্ধ রাখতে হবে না মদের দোকান৷ নির্দেশিকা সরকারিভাবে ঘোষণা হওয়ার পর ৭ দিনের মধ্যে যেকোনও একদিন বন্ধ রাখা যাবে দোকান৷ এতদিন পর্যন্ত সরকারি নিয়ম অনুসারে বৃহস্পতিবার বন্ধ থাকে লিকার শপ৷

আবগারি দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, মদের দোকানে মালিকরা বহুদিন ধরেই দোকান বন্ধ না রাখার জন্য আবেদন জানিয়েছিলেন৷ মদের দোকান ড্রাই ডে তুলে রাখার জন্য অনুমতি চান৷ এই পরই প্রাথমিক ভাবে সিদ্ধান্ত হয়েছে, দোকান মালিকরা সপ্তাহে প্রতিদিন খোলা রাখতে পারবেন, কিন্তু কর্মী অধিকার সঠিকভাবে বজায় থাকতে হবে৷ সরকারের মুনাফা বৃদ্ধির জন্য এই পদক্ষেপ গ্রহণ করা হতে চলেছে৷

জানা গিয়েছে, ২০১৭-২০১৮ অর্থবর্ষে আবগারি দ্রব্য সরকারের মুনাফা ছিল ৯৩৪০ কোটি টাকা৷ ২০১৮-২০১৯ অর্থবর্ষে বেড়ে দাঁড়িয়েছে ১০৫৯০কোটি টাকা৷ মানুষের জন্য সুপেরিয়ার লিকার প্রদান করার জন্য এই পদক্ষেপ বলে জানা গিয়েছে৷ পাশাপাশি মানুষের মধ্যে যাতে চোলাই নেওয়ার প্রবণতা কমে, সেই ভাবনা থেকেই এই পদক্ষেপ বলে আবগারি দপ্তর সূত্রে জানানো হয়েছে৷

তবে রাজ্য সরকারের এই ভূমিকায় ক্ষুব্ধ রাজ্যবাসীর একাংশ৷ কেননা, রাজ্যের কোষাগারে আয় বাড়াতে সপ্তাহের ৭ দিন মদের দোকান খোলা থাকলে আসলে মদ্যপদের উপদ্রব যে আরও কয়েকগুণ বাড়বে তা নিয়ে আশঙ্কা করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 11 =